আজকাল ওয়েবডেস্ক: কচুবেড়িয়ায় পুলিশ ক্যাম্পে বিধ্বংসী আগুন। রবিবার সন্ধ্যায় সাগরদ্বীপের কচুবেড়িয়ার আশ্রম মোড়ের কাছে পুলিশের একটি অস্থায়ী ক্যাম্পে আগুন লাগার ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রাথমিকভাবে পুলিশকর্মীরাই আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গঙ্গাসাগর মেলা ঘিরে লাখো মানুষের সমাগম সাগরদ্বীপে। মুড়িগঙ্গা নদী পেরিয়ে বাস বা ছোট গাড়িতে চেপে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পুণ্যার্থীরা। পুণ্যস্নানের সময় শুরু হচ্ছে মঙ্গলবার সকাল ৬ টা ৫৮ মিনিট থেকে। যা চলবে পরদিন ১৫ জানুয়ারি সকাল ৬টা ৫৮ মিনিট পর্যন্ত। এমন একটি সময়ে কচুবেড়িয়ায় পুলিস ক্যাম্পে লাগল আগুন। তবে দমকলের একটি ইঞ্জিন এসে দক্ষতার সঙ্গে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে ঘটনাস্থল থেকে ৩৫কিমি দূরে গঙ্গাসাগরেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বছর গঙ্গাসাগর মেলায় অস্থায়ী ফায়ার স্টেশন থাকছে ১২টি। এছাড়া ৭৫টি দমকল ইঞ্জিন থাকছে। মেলায় অলিগলি প্রবেশ করতে ২৫টি মোটর বাইক রাখা হচ্ছে। এই বাইক গুলিতে ৩০ লিটার জল পরিবহন করা যাবে। বাবুঘাট থেকে গঙ্গাসাগর অবধি প্রায় ৪৫০ জন দমকল আধিকারিক সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখবেন। এতকিছুর পরেও কচুবেড়িয়ায় পুলিস ক্যাম্পে আগুন লাগার ঘটনায় প্রশ্ন উঠছে।