• পুকুর পাড়ে গুগলি ধোয়া নিয়ে বচসা, চুঁচুড়ায় চলল গুলি, আহত মা ও ছেলে
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৫
  • মিল্টন সেন: পুকুর থেকে গুগলি তুলে পুকুর পাড়ে ধোয়া নিয়ে বচসা। আর তার জেরে চলল গুলি। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে চুঁচুড়া থানার অন্তর্গত সাহাগঞ্জ ঝাঁপ পুকুর এলাকার। গুরুতর আহত দু'জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করে চন্দননগর পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযুক্তকে আটক করা হয়েছে। বন্দুকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, আহতদের নাম সুভদ্রা বসু ও তাঁর ছেলে সুরজিৎ বসু। রবিবার এলাকার বাসিন্দা সুরজিৎ বসু তাঁর হাঁসের জন্য বাড়ির সামনের পুকুর থেকে গুগলি তুলে পুকুরের পাড়ে ধুচ্ছিলেন। পুকুরের পাড় নোংরা হচ্ছে কাদা জলে এমন অভিযোগ তুলে প্রতিবেশী সুনীল দেবনাথ গালিগালাজ শুরু করেন। সুরজিৎ ওই জায়গা ধুয়ে দেবেন বললেও শোনেননি সুনীল। এরপরেই সুরজিৎকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেন। সুনীল পুকুর থেকে উঠে আসতেই কাটারি নিয়ে তাড়া করেন। সুরজিতের মা সুভদ্রাদেবী সেই সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন। অভিযোগ, সেই সময় সুনীল ঘরে গিয়ে তাঁর দোনলা বন্দুক নিয়ে এসে আচমকা গুলি চালিয়ে বসেন। তাতেই সুরজিত এবং তাঁর মা আহত হয়েছেন। স্থানীয়দের উদ্যোগে তড়িঘড়ি দু'জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছন চুঁচুড়া আইসি। এসিপি ডিডির নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের আধিকারিকেরা হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন।

    ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)