দেড় মাস বন্ধ থাকবে হাওড়া-এসপ্ল্যানেড ও শিয়ালদা-সেক্টর ফাইভ মেট্রো? হঠাৎ কী হল!
আজ তক | ১৩ জানুয়ারি ২০২৫
কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত হাওড়া ময়দান-এসপ্ল্যানেড এবং শিয়ালদা-সল্টলেক সেক্টর ফাইভ রুটে সম্পূর্ণ মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। এই ভাবনা মেট্রোর। অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রস্তাবটি। সেটি গৃহীত হলে এই সময়ে, গ্রিন লাইনের মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে, যা যাত্রীদের জন্য একটি বড় অসুবিধার কারণ হতে পারে।
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, সিগন্যাল ব্যবস্থার আমূল পরিবর্তন করতে এবং গুণগত মান উন্নত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ২.৪ কিলোমিটার পথের মধ্যে বউবাজার অঞ্চলে মেট্রো কাজ করার সময় একাধিক সমস্যার সম্মুখীন হওয়া এবং সিগন্যাল ব্যবস্থা উন্নত করার কাজ চলবে।
এই সিগন্যাল ব্যবস্থার খোলনলচে না বদলে ফেললে, সল্টলেক থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলে যাত্রীদের জন্য দীর্ঘসময় সিগন্যাল জটিলতার সমস্যা হতে পারে। তাই, মেট্রো কর্তৃপক্ষ মনে করছে যে, সিগন্যাল ব্যবস্থার এই পরিবর্তন না করলে যাত্রীদের জন্য দুর্ভোগ বেড়ে যাবে। এই কাজের জন্য একটি ফরাসি সংস্থা নিয়োগ করা হয়েছে, যারা সিগন্যাল ব্যবস্থা পরিবর্তন করবে। এই কাজের জন্য প্রায় দেড় মাস সময় লাগবে, এবং এই সময়কালেই মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।
যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য বিকল্প পরিবহন ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সিগন্যাল ব্যবস্থা পরিবর্তনের পর, কলকাতা মেট্রো পরিষেবা আরও দ্রুত এবং সুরক্ষিত হবে, যা ভবিষ্যতে যাত্রীদের জন্য সুবিধাজনক হবে। এই অস্থায়ী বন্ধের কারণে যাত্রীদের মনে অনেক প্রশ্ন উঠতে পারে, তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, এটি শুধুমাত্র পরিষেবার গুণগত মান বৃদ্ধি এবং নিরাপত্তার জন্য।