• গাছ আলুর তরকারি খেয়েই বিপত্তি! হাসপাতালে ভর্তি ১১, মৃত্যু বৃদ্ধার
    বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, শীতলকুচি: কোচবিহার জেলার মাথাভাঙার শীতলকুচিতে মর্মান্তিক ঘটনা। বাজার থেকে কিনে আনা গাছ আলুর তরকারি রান্না করে খেয়ে হাসপাতালে ভর্তি হতে হল একই পরিবারের ১২ জন সদস্যকে। তাঁদের মধ্যে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে একজনের। শীতলকুচি ব্লকের ছোটশালবাড়ি এলাকার শোভাগঞ্জে এই ঘটনা ঘটেছে।


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির সদস্য ছাড়াও ওই বাড়িতে কর্মরত লোকজনও তরকারি খেয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। ওই তরকারি খেয়ে সকলে অসুস্থ হয়ে পড়ার পরেই তাঁদেরকে তড়িঘড়ি শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রথমে ৮ জনকে পাঠানো হয় মাথাভাঙা মহকুমা হাসপাতালে। পরে আরও চারজনের অবস্থা খারাপ হতে থাকলে তাঁদেরকে স্থানান্তরিত করা হয়। তবে, অসুস্থদের মধ্যে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।


    পরিবারের লোকজনের দাবি স্থানীয় বাজার থেকে একটি গাছ আলু কিনে আনা হয়েছিল। সেটি রান্না করে খেতেই এই বিপত্তি বেঁধেছে। হাসপাতাল সূত্রে খবর, মৃতের নাম পূর্ণিমা বর্মন (৬২)।  জানা গিয়েছে, মাথাভাঙা মহকুমা হাসপাতালে কিছুক্ষণ চিকিৎসার পর গুরুতর অবস্থায় ৭ অসুস্থকে আবার কোচবিহারে রেফার করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


     
  • Link to this news (বর্তমান)