• বেলপাহাড়ির জঙ্গলে বাঘের পায়ের ছাপ! মৈপীঠেও দক্ষিণরায়ের আতঙ্ক
    বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ঝাড়গ্রাম: জিনাত জঙ্গলে ফেরার একমাসও হয়নি। এরমধ্যেই বেলপাহাড়ির হাঁড়িডাহার জঙ্গলে ফের বাঘের পায়ের ছাপ মিলেছে। স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। খবর পেয়ে অকুস্থলে এসেছেন ঝাড়গ্রাম বনবিভাগের ডিএফও-সহ অন্যান্য বন আধিকারিকরা। জানা গিয়েছে, বেলপাহাড়ির বাঁশপাহাড়ি অঞ্চলে রয়েছে সিআরপিএফ ক্যাম্প। সেই ক্যাম্প সংলগ্ন জঙ্গলেই না কী বাঘের ছাপ দেখা গিয়েছে। আজ, রবিবার গ্রামের কয়েকজন যুবক ওই জঙ্গলে লাল পিঁপড়ে সংগ্রহ করতে গিয়েছিলেন। তাঁরাই বাঘের পায়ের ছাপটি দেখতে পান। এরপরই খবর দেওয়া হয় বনদপ্তরকে। ইতিমধ্যেই পায়ের ছাপের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করে দেখা হবে সেটি আদৌ বাঘের পায়ের ছাপ না অন্য কোনও হিংস্র প্রাণীর পায়ের ছাপ। তবে যারা লাল পিঁপড়ে সংগ্রহ করতে গিয়েছিলেন তাঁদের একাংশের দাবি, তাঁরা না কী হলুদ ডোরাকাটা একটি প্রাণী দেখেছেন! বনদপ্তরের কর্মীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। তাঁদের দাবি, জঙ্গলে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। চিমটি, পাগদা, নাইলম, গোবরঘুসি ও ঝুঝকায় মোট ১২টি ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছে। অন্যদিকে, ফের মৈপীঠের লোকালয়েও বাঘের পায়ের ছাপ মিলেছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আজ, রবিবার সকালে মৈপীঠে গঙ্গার ঘাট সংলগ্ন জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় বনদপ্তরকেও। পাশাপাশি স্টিলের নেট দিয়ে জঙ্গল ঘেরার কাজও চলছে।
  • Link to this news (বর্তমান)