• বিমানবন্দরে নামতেই পাকড়াও! কসবা গুলিকাণ্ডে পুলিসের জালে অন্যতম মূল চক্রী!
    ২৪ ঘন্টা | ১৩ জানুয়ারি ২০২৫
  • পিয়ালী মিত্র:  লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। কসবায় তৃণমূল  কাউন্সিলরকে গুলিকাণ্ডে এবার পুলিসের জালের অন্যতম মূল চক্রী। কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার বিহারের বাসিন্দা আদিল হোসেন। 

    ঘটনাটি ঠিক কী? প্রায় ২ মাস পার। ১৫ নভেম্বর  কসবায় নিজের বাড়ির সামনেই আক্রান্ত হন কলকাতায় পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ।  ভরসন্ধেয় তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে দুই দুষ্কৃতী। কিন্তু কোনওকারণে বন্দুক থেকে গুলি বেরোয়নি। ঘটনার পর এক অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করেন স্থানীয় বাসিন্দারা। নাম, যুবরাজ সিং। এরপর বর্ধমানের গলসিতে ধরা পড়ে মূলচক্রী ইকবাল ওরফে গুলজার। আসল নাম আফরোজ খান।

    পুলিস সূত্রে খবর, আদিলের বাড়ির বিহারের জামুইয়ে। স্রেফ শ্যুটার পাঠানোই নয়, অক্টোবরে কলকাতায় এসে হামলার পরিকল্পনাও করে গিয়েছিল সে। আদতে বিহারের বাসিন্দা হলেও, কলকাতায় ডেরা রয়েছে আদিলের।  নথি জাল করে বানিয়ে ফেলে কলকাতার আসার পাসপোর্টও। আজ, আবু ধাবি থেকে কলকাতা বিমানবন্দরে নামতেই পাকড়াও করা হল আদিলকে।

    তদন্তে গিয়েছে, বিহার থেকে ৩ শার্প শ্যুটারকে আনা হয়েছিল। তাঁদের মধ্যে দু'জন কুখ্যাত পাপ্পু চৌধুরীর গ্যাংয়ের সদস্য। বিহার তো বটেই, ভিন রাজ্যেও ওই ৩ শার্প শ্যুটারের বিরুদ্ধে  খুন, ডাকাতি, অস্ত্র আইনে ৩০টির বেশি মামলা রয়েছে। 

  • Link to this news (২৪ ঘন্টা)