• সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি
    বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, নবদ্বীপ: মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়তা শিবির করল সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব। রবিবার সকালে নবদ্বীপ সাধারণ গ্রন্থাগারে এই শিবিরের আয়োজন করা হয়। সামগ্রিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নবদ্বীপ শিক্ষা মন্দির উচ্চ বিদ্যালয়ের ভৌত বিজ্ঞানের শিক্ষক দেবাশিস সেন। শিবিরে বিভিন্ন বিষয়ের শিক্ষকরা কীভাবে উত্তর লিখলে উপস্থাপনা ভালো হয়, মাধ্যমিক পরীক্ষায় বেশি নম্বর পাওয়া যায়, সেই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নবদ্বীপ বিধানসভা এবং পার্শ্ববর্তী এলাকার প্রায় ৩০০ জন মাধ্যমিক পরীক্ষার্থী প্রস্তুতি শিবিরে উপস্থিত ছিল। নবদ্বীপ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা চক্রবর্তী বলে, কীভাবে উত্তর লিখতে হবে, কীভাবে প্রশ্নগুলিকে বাছাই করব, তাতে আমাদের কী সুবিধা হবে, সমস্ত বিষয় নিয়েই অভিজ্ঞ শিক্ষকরা সেমিনারে আলোচনা করেন। মাধ্যমিক পরীক্ষা দিতে যাব। জীবনের প্রথম একটা বোর্ড এক্সাম। তার আগে খুবই ভালো অভিজ্ঞতা হল। নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাইস্কুলের সৃজা ঘোষ বলে, কীভাবে উত্তর লেখা প্র্যাকটিস করলে আমরা ভালো রেজাল্ট করতে পারব, সেই নিয়ে অভিজ্ঞ শিক্ষকরা আমাদের বিস্তারিত জানিয়েছেন। নবদ্বীপ সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক শুভাশিস মোদক বলেন, এখানে বিভিন্ন বিভাগের ১৬ জন শিক্ষক আছেন। নবদ্বীপের বাইরের বিভিন্ন স্কুল থেকেও বেশ কিছু শিক্ষক এসেছেন। তাঁরা তাঁদের অভিজ্ঞতার কথা ছাত্র-ছাত্রীদের জানালেন।  শিক্ষক প্রণব সাহা বলেন, বিজ্ঞান বিভাগ থেকে শুরু করে কলা বিভাগ সমস্ত বিষয়ে পড়ুয়াদের সহায়তা করাটাই মূল উদ্দেশ্য। সারা বছরই বিভিন্ন কর্মসূচি চলে বিজ্ঞান ক্লাবের। এর আগে যখন প্রথম সেমেস্টার চালু হয়েছিল সেই সময় একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে মক টেস্ট নেওয়া হয়েছিল। সংস্থার সভাপতি সৌমেন্দু সাহা বলেন, এই শিবিরের মাধ্যমে উপস্থিত শিক্ষার্থীদের আসন্ন মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল হবে বলে আশা করছি। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)