সংবাদদাতা, বহরমপুর: বন্ধুদের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল বার্থডে বয়ের। ঘটনায় গুরুতর জখম অপর দুই বন্ধু হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বহরমপুর শহরের ফরাসডাঙা এলাকায়। পেশায় গৃহশিক্ষক মৃত যুবকের নাম রোহন দাস(২৩)। বাড়ি খাগড়া এলাকার গৌরাঙ্গতলায়। জখম রহিত ঘোষ ও সুমন ভান্ডারি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। রহিত ঘোষ মোটরবাইকটি চালাচ্ছিলেন। পিছনে বসেছিলেন রোহন ও সুমন। বহরমপুর থানার পুলিস জানিয়েছে, দ্রুতগতির বাইকের নিয়ন্ত্রণ রাখতে না পেরে মাইলস্টোনে ধাক্কা মারায় বিপত্তি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
মৃতের পরিবার ও বন্ধুদের সূত্রে জানা গিয়েছে, রোহনের ২৩ বছরের জন্মদিন উপলক্ষ্যে বন্ধুরা খাওয়ানোর জন্য আবদার করেছিল। বন্ধুদের অনুরোধ মেটাতে মায়ের কাছে টাকা নিয়ে শনিবার রাতে গোপালঘাট এলাকায় রোহন জন্মদিন পালন করে। ১২ জন বন্ধু অনুষ্ঠানে হাজির ছিলেন। কেক কেটে জন্মদিন পালন করে খাওয়ার পর্ব শুরু হয়। মৃতের বন্ধু সায়ন প্রামাণিক বলেন, আমরা রোহনের কাছে জন্মদিনে খাওয়ানোর আবদার করেছিলাম। খাবার দোকান থেকে কিনে আনা হয়েছিল। রাত ১১টা নাগাদ খাওয়ার পর্ব চুকে গিয়েছিল। ওরা তিনজন একটি মোটরবাইকে লালবাগের রাস্তা ধরে যাচ্ছিল।
যাওয়ার পথেই ফরাসডাঙা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় রহিত বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোনে ধাক্কা মারেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় রোহনের। বন্ধুরা খবর পেয়ে স্থানীয় মানুষের সহযোগিতায় তিনজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক রোহনকে মৃত বলে ঘোষনা করেন। অপর দুজন চিকিৎসাধীন রয়েছেন। রোহনের বাবা গৌতম দাস নতুনবাজার এলাকায় একটি সব্জির আড়তে কাজ করেন। মৃতের মামা সঞ্জয় দাস বলেন, বাবা খুব কষ্ট করে দুই ছেলেকে বড় করেছেন। জন্মদিনেই ছোটছেলেকে হারাতে হল। ছেলের মৃত্যুর শোক সামলাতে না পেরে ঘনঘন মূর্ছা যাচ্ছেন মা মিঠু দাস। মর্মান্তিক ঘটনায় বন্ধুমহলে শোকের ছায়া নেমে এসেছে।