• অজ্ঞাতপরিচয় বৃদ্ধার দেহ উদ্ধার  
    বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বর্ধমান: জাতীয় সড়কের গলসির কুড়মুন ব্রিজ থেকে শনিবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় এক এক বৃদ্ধার দেহ উদ্ধার হয়েছে। মৃতার বয়স আনুমানিক ৬০–এর কোঠায়। পুলিস দেহটি উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। মৃতার নাম পরিচয় জানার জন্য বিভিন্ন থানায় খবর পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিস। 


    বর্ধমানে রাজমিস্ত্রির মৃত্যু: রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে পড়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হল। মৃতের নাম বিপুল পাল(৬০)। তাঁর বাড়ি বর্ধমান শহরের কানাইনাটশাল এলাকায়। শনিবার দুপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে তিনি ছাদ থেকে পড়ে জখম হন। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠায় পুলিস।


    কীটনাশক খেয়ে শিশুর মৃত্যু: খেলার সময় কীটনাশক জাতীয় কিছু খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃতের নাম রিকু পাল(৪)। হুগলি জেলার খানাকুল থানার মদনবাটি গ্রামে তার বাড়ি। পরিবার সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে খেলার সময় সে কীটনাশক জাতীয় কিছু খেয়ে ফেলে। তাকে প্রথমে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার বিকেলে তার মৃত্যু হয়। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্ত করিয়েছে পুলিস।
  • Link to this news (বর্তমান)