• টিপুখোলাগামী রাস্তার পাশের জঙ্গলে অগ্নিকাণ্ড
    বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বাগডোগরা: বাগডোগরার জঙ্গলে ফের অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল। রবিবার সকালে বাগডোগরা টিপুখোলা ইকো ট্যুরিজম স্পটে যাবার রাস্তার ধারে সংরক্ষিত বনাঞ্চলে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের লেলিহান শিখা এতটাই বেশি ছিল, মুহূর্তের মধ্যেই বেশ খানিকটা জায়গাজুড়ে আগুন লেগে যায়। এরপর বাগডোগরা বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। ঘটনাস্থলে আসেন এডিএফও রাহুলদেব মুখোপাধ্যায়। বনদপ্তরের কর্মীরা দীর্ঘক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাটিগাড়া দমকল বিভাগের একটি ইঞ্জিন। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। 


    এরআগেও জঙ্গলের ওই এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছিল। সেই সময় বেশ কিছুটা এলাকাজুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় জঙ্গলের একাংশ। নানা জীবজন্তুরও মৃত্যু হয়েছিল। তবে এবার ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকলেও প্রায় আধা হেক্টর জমিতে আগুন লাগে। তাতে ক্ষতিগ্রস্ত হয় সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন গাছপালা থেকে শুরু করে ছোট জীবজন্তু। 


    এ বিষয়ে বাগডোগরা বনদপ্তরের রেঞ্জার সোনম ভুটিয়া জানান, আগুন লাগার খবর পেয়ে বনদপ্তরে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। আগুন যাতে বেশি ছড়াতে না পারে তার জন্য অনবরত চেষ্টা চালান বনকর্মীরা। এরপর দমকল বিভাগের কর্মীরা পৌঁছলে আগুন নিয়ন্ত্রণে আসে। পিকনিকের মরশুমে গাড়ির আনাগোনা লেগেই রয়েছে ওই রাস্তায়। সেই রাস্তার পাশে কেউ সিগারেট খেয়ে ফেলে দিয়েছেন, আর তাতেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান বনদপ্তরের। তবে গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
  • Link to this news (বর্তমান)