সংবাদদাতা, চোপড়া: বনদপ্তর ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যৌথ উদ্যোগে চোপড়ায় শুরু হল পরিযায়ী পাখি গণনা। রবিবার সাপনিকলা ফরেস্টে সমীক্ষা হয়। উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক পার্থপ্রতিম ভদ্র, সংগঠনের দার্জিলিং জেলা কমিটির সম্পাদক দেবশ্রী ভট্টাচার্য, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপক পাল, চোপড়ার রেঞ্জার রূপসা ইওনল প্রমুখ।
এদিন ঝাড়বাড়ি গ্ৰামের বিলের ধারে অনেক পরিযায়ী পাখির সন্ধান পাওয়া গিয়েছে। পরিযায়ী পাখি বাঁচাতে সচেতনতামূলক প্রচার চালানো হয়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত এই সমীক্ষা চলবে জেলাজুড়ে। বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য যোগেশ বর্মন জানান, এদিন ছয় থেকে সাতটি পরিযায়ী পাখির সন্ধান পাওয়া গিয়েছে।