• জেলা বইমেলায় ৩০ লক্ষের বই বিক্রি
    বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: জেলা বইমেলার শেষদিনে মানুষের ভিড় উপচে পড়ল বুনিয়াদপুর ফুটবল মাঠে। রবিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ বইমেলায় আসেন। শুক্রবার থেকে বইমেলায় ভিড় বাড়তে থাকে। পরপর তিনদিনে ব্যাপক বই বিক্রি হয়েছে। বইমেলার ৭ দিনে প্রায় ৩০ লক্ষ টাকার বই বিক্রির হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। রবিবার ছুটির দিন স্বামীজীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে সেমিনার হয়। এআই প্রযুক্তির সুবিধে ও অসুবিধে নিয়ে বক্তব্য রাখেন কবি সাহিত্যিকরা। এছাড়াও জেলার ঐতিহ্য খনপালা লোকগানের আসর বসে। ৭ দিন ধরে চলা বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয় এদিন। বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক সুভাষ ভাওয়াল বলেন, ২৩ বছর পরে বুনিয়াদপুর শহরে বইমেলা হয়। আমরা এবারে রেকর্ড তৈরি করতে যাচ্ছি। প্রথমদিকে মেলা না জমলেও শেষের দিকে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। শেষ হিসেব অনুযায়ী প্রায় ৩০ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে।
  • Link to this news (বর্তমান)