• তিস্তার বাঁধে পিকনিকে ঢল
    বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ছুটির দিনে তিস্তার বাঁধে ঢল নামল পিকনিকের। রবিবার জলপাইগুড়িতে তিস্তার এক নম্বর থেকে ন’নম্বর স্পার পর্যন্ত ছিল উৎসবের মেজাজ। একদিকে যেমন পিকনিক চলেছে, তেমনই অন্যদিকে মেলার মতো বসে যায় দোকানপাট। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চার নম্বর স্পারে পিকনিকের আসরে তারস্বরে বেজেছে মাইক। এদিন অবশ্য পিকনিকে রান্নাবান্না ও খাওয়ার জন্য ট্যাঙ্কের মাধ্যমে জলের ব্যবস্থা করে জলপাইগুড়ি পুরসভা। খড়িয়া পঞ্চায়েতের তরফে ব্যবস্থা হয়েছে অস্থায়ী শৌচালয়ের। পিকনিকে থার্মোকলের থালা, প্লাস্টিকের গ্লাস ব্যবহার করা যাবে না বলে নির্দেশিকা জারি করে ফ্লেক্স টাঙিয়ে দেওয়া হয়েছে পুলিস ও প্রশাসনের তরফে। খড়িয়া পঞ্চায়েতের পক্ষ থেকেও ফ্লেক্সে টাঙিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, পিকনিক করতে এসে তিস্তার পাড় নোংরা করা যাবে না। নজরদারিতে নামানো হয়েছে টিম। তিস্তার বাঁধে এদিন সাইকেলে নজরদারি চালাতে দেখা যায় অতিরিক্ত পুলিস সুপার (হেড কোয়ার্টার) শৌভনিক মুখোপাধ্যায়কে।
  • Link to this news (বর্তমান)