• এলাহি রোড থেকে চকবাজার পর্যন্ত পাইপ বসিয়ে নিকাশি সংস্কার
    বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভূগর্ভস্থ পুরনো নিকাশিনালার বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। ভেঙেছে বিভিন্ন অংশ। এই পরিস্থিতিতে গালিপিট উপচে জল চলে আসে রাস্তার উপর। সামান্য বৃষ্টি হলেই জল জমে যায়। দীর্ঘদিন ধরেই এই রাস্তাটির বেহাল দশা। অবশেষে বহু বছর পর বেলগাছিয়ার এলাহি রোড থেকে চকবাজার পর্যন্ত নতুন করে নিকাশিনালা তৈরি করার কাজে হাত লাগিয়েছে কলকাতা পুরসভা। নিকাশিনালা তৈরি হওয়ার পর পাড়ার রাস্তাও সংস্কার করা হবে।


    এলাহি রোড থেকে জারিনাম ময়দান, সেখান থেকে চকবাজার পর্যন্ত এই কাজ হবে। বর্তমানে রাস্তা কাটা হয়েছে। তারপর পাতা হবে নয়া নিকাশি পাইপলাইন। এতে সেখানকার বাসিন্দারা উপকৃত হবেন বলে দাবি পুরসভার। দুই স্থানীয় বাসিন্দা সিঞ্চন ঘোষ ও ফারুক আহমেদের দাবি, এই নিকাশি ব্যবস্থা বহু বছর আগের। এই ভূগর্ভস্থ নালার অনেকাংশেই ফাটল ধরেছে। ফলে এইসব অঞ্চলে ঠিকভাবে নর্দমার জল যায় না। ফলে নর্দমার জল উপচে রাস্তায় উঠে আসে। এই রাস্তাও খারাপ। অবশেষে নতুন করে নিকাশি ব্যবস্থা ও রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবিকা চক্রবর্তী বলেন, ‘বহু বছরের পুরনো নিকাশিনালা। কোনওদিন সংস্কার করা হয়নি। তাই নতুন করে ড্রেন তৈরি করা হচ্ছে। নতুন পাইপলাইন বসিয়ে নিকাশি ব্যবস্থারও উন্নয়ন হচ্ছে। পাশাপাশি, পুরনো রাস্তা মেরামত করে দেওয়া হচ্ছে। ফলে মানুষের যাতায়াত করতে সুবিধা হবে। ভোটের প্রচারে গিয়ে বিভিন্ন অঞ্চলের মানুষের অসুবিধার কথা শুনেছিলাম। তিন বছর ধরে সমস্যার সমাধানের চেষ্টা করছি।
  • Link to this news (বর্তমান)