• ‘টার্গেট’ থেকে বহু দূরে, মুখ থুবড়ে পড়ল বিজেপির ‘সদস্যতা অভিযান’
    বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালিকে ঘাঁটি করে গোটা রাজ্যে নিজেদের পালে হাওয়া তুলতে চেয়েছিল বিজেপি। কিন্তু ভোটের ফলাফলে তার কোনও ছাপ পাওয়া যায়নি। সন্দেশখালি যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই বসিরহাট আসনেও বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে তৃণমূল। তবে ভোটপ্রাপ্তির নিরিখে সন্দেশখালি বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়েছিল। সেটুকুই ছিল গেরুয়া শিবিরের সান্ত্বনা। কিন্তু পরবর্তী কয়েকমাসে খাস সন্দেশখালিতেই বিজেপির সাংগঠনিক দৈন্যদশা ক্রমশ প্রকট হয়েছে। বিজেপি প্রার্থী রেখা পাত্রের ‘রাজনৈতিক গুরু’ হিসেবে পরিচিত নেতাও শিবির বদল করে জোড়াফুলে নাম লিখিয়েছেন। এসবেরই প্রতিফলন দেখা গেল বিজেপির ‘সদস্যতা অভিযান’-এ। সন্দেশখালি থেকে সদস্য সংগ্রহ করতে গিয়ে নাস্তানাবুদ অবস্থা বিজেপির নেতা-নেত্রীদের। তবে তাঁদের দাবি, সন্দেশখালি বিধানসভা এলাকায় তাদের সদস্য সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যাবে। সেই প্রক্রিয়া চলছে জোরকদমে।


    লোকসভা ভোটের আগে দেওয়া কথা রাখতে গত ৩০ ডিসেম্বর সন্দেশখালি আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধন করেন। পরের দিনই সন্দেশখালিতে সভা করে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা সেই সভায় সন্দেশখালি থেকে ৫ জানুয়ারির মধ্যে ১৫ হাজার সদস্য করতে হবে বলে ঘোষণা করেছিলেন। বিজেপি সূত্রে খবর, সেই জায়গায় ১০ জানুয়ারি পর্যন্ত বিজেপির প্রাথমিক সদস্যপদ নিয়েছেন ১২ হাজার ৬৭৪ জন। সন্দেশখালির জন্য ‘অ্যাক্টিভ মেম্বারশিপ’-এর লক্ষ্যমাত্রা ছিল ৪০০। সেখানে এই ধরনের সদস্যপদ নিয়েছেন মাত্র ১৪৪ জন। এই পরিসংখ্যান থেকে রাজনৈতিক মহল মনে করছে, টার্গেটের ধারেকাছেও পৌঁছতে পারবে না বিজেপি। 


    উল্লেখ্য, লোকসভা নির্বাচনে শুধু সন্দেশখালি বিধানসভায় বিজেপি ৯৫ হাজার ৮৬২টি ভোট পেয়েছিল। কিন্তু সদস্য হওয়ার ক্ষেত্রে সেই সংখ্যার আটভাগের একভাগও যে আগ্রহ দেখায়নি, তা উপরের তথ্য থেকেই স্পষ্ট। বসিরহাটের বিজেপি নেতা বিকাশ সিং বলেন, ‘সন্দেশখালিতে সদস্যতা ৩০ হাজার পেরিয়ে যাবে। সেই কাজ চলছে পুরোদমে। সন্দেশখালির মানুষ বিজেপির উপর আস্থাশীল।’ পাল্টা দিয়েছেন বসিরহাটে তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, ‘ভোটের আগে মানুষকে ভুল বুঝিয়েছিল বিজেপি। মানুষ ওদের সঙ্গে নেই। মুখ্যমন্ত্রীর সভায় সন্দেশখালির মানুষের উপস্থিতি বিজেপির হুঙ্কার স্তব্ধ করে দিয়েছে।’
  • Link to this news (বর্তমান)