বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধার, চিকিৎসায় গাফিলতির অভিযোগ
বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: তিনতলা বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হল মঞ্জুলা দেব (৬২) নামে এক বৃদ্ধার। এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে শনিবার রাতে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। তবে গাফিলতির অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, আইসিইউতে রেখেই ওই বৃদ্ধার চিকিৎসা চলছিল। তবে ওঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল। বারাসত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রতাপাদিত্য রোড এলাকার বাসিন্দা ছিলেন মঞ্জুলা দেব। শনিবার সকালে তিনি তিনতলা বাড়ির ছাদ থেকে পড়ে গিয়েছিলেন। হাসপাতালে এনে তাঁকে মহিলা সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করানো হয়। পরবর্তীতে আইসিইউতেও স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতেই মৃত্যু হয় তাঁর। পরিবারের সদস্যদের অভিযোগ, রোগীর সিটি স্ক্যান ও এক্স রে করানো হয়নি। ফলে সঠিক সময়ে চিকিৎসাও শুরু করা যায়নি। তাই তাঁর মৃত্যু হল। মৃতার আত্মীয় সর্বাণী সরকার ও শ্বেতা মুখোপাধ্যায় বলেন, ওয়ার্ডে ভর্তি পরেও রোগীর সিটি স্ক্যান, এক্স রে করানো হয়নি। উল্টে হাসপাতাল থেকে জানানো হয়েছিল, রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল। অথচ সেই রোগীরই মৃত্যু হল। চিকিৎসায় গাফিলতির কারণেই এই মৃত্যু। এই প্রসঙ্গে বারাসত হাসপাতালের সুপার ডাঃ সুব্রত মণ্ডল বলেন, ভর্তি করার সময়েই ওই বৃদ্ধার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল। আমরা সব রকম চেষ্টা করেছিলাম। আইসিইউতে রেখেও চিকিৎসা করানো হয়েছে। আমি নিজে রোগীকে দেখেছি। এই গাফিলতির অভিযোগ ভিত্তিহীন।