• দেশের ধীরতম শহর কলকাতা, ডাচ সংস্থার সমীক্ষা
    এই সময় | ১৩ জানুয়ারি ২০২৫
  • এই সময়: মাত্র ১০ কিলোমিটার পথ পার করতে সময় লাগে গড়ে ৩৪ মিনিট ৩৩ সেকেন্ড। এমনই হাল যানজটে জেরবার কলকাতার। নেদারল্যান্ডের একটি সংস্থা ‘টমটম’ যে ট্রাফিক ইনডেক্স প্রকাশ করেছে, তাতেই প্রকাশিত হয়েছে এমন তথ্য। এখানেই শেষ নয়, সংস্থার সমীক্ষায় জানা গিয়েছে যানজটের জন্য কুখ্যাত বেঙ্গালুরুকে ছাপিয়ে দেশের মধ্যে এখন ‘ধীরগতি’–র নিরিখে এক নম্বর শহর কলকাতাই।

    সকাল দশটায় অফিস শুরু হলে হাতে অন্তত এক–দেড় ঘণ্টা সময় রেখে যাত্রাপথের পরিকল্পনা করেন বেশিরভাগ মানুষ। তাতেও যে সব সময় শেষরক্ষা হয় তা নয়। রাজপথে দীর্ঘ গাড়ির সারি, কয়েক পা এগিয়েই ফের লাল হয়ে যাওয়া ট্রাফিক সিগন্যালে থমকে গিয়ে অধৈর্য হয়ে ঘন ঘন ঘড়ি দেখা এবং হাতে বিস্তর সময় নিয়ে বেরোনর পরেও দেরিতে অফিসে পৌঁছনো — এই সবই কলকাতায় নিত্য দিনের ঘটনা।

    ডাচ সংস্থা ‘টমটম’ ২০২৪–এর যে পরিসংখ্যান প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে, কলকাতার যে কোনও সাধারণ নিত্যযাত্রী বছরে গড়ে ১১০ ঘণ্টা শুধু রাস্তায় যানজটে আটকে থাকার জন্য নষ্ট করেন।

    সংস্থার রিপোর্টে জানা গিয়েছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে ধীরগতির শহরের তকমা পেয়েছে কলম্বিয়ার বারানকিলা। এই শহরে গণপরিবহণের ১০ কিলোমিটার যাওয়ার জন্য ৩৬ মিনিট খরচ হয়। তালিকার দু’নম্বরেই কলকাতা রয়েছে।

    এক বছর আগেও দেশের ধীরতম শহরের তকমা পেয়েছিল বেঙ্গালুরু। কিন্তু ২০২৪–এ অবস্থা কিছুটা উন্নতি করেছে ভারতের এই ‘হাই–টেক সিটি’। এই শহরে গণপরিবহণের ১০ কিলোমিটার যাওয়ার জন্য গড়ে ৩০ মিনিট ১০ সেকেন্ড সময় লাগে।

  • Link to this news (এই সময়)