এই সময়: কুম্ভ মেলার মতো গঙ্গাসাগর মেলা কেন কেন্দ্রের সাহায্য পায় না, রবিবার তারই ব্যাখ্যা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেইসঙ্গে তাঁর বার্তা, বাংলার মুখ্যমন্ত্রী দিল্লির সাহায্য নিতে চাইলে তিনি নিজে প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে একাধিকবার অনুযোগ করা হয়েছে, উত্তরপ্রদেশের কুম্ভ মেলা নিয়ে যত হইচই নরেন্দ্র মোদী সরকারের, তার ছিঁটেফোটাও দেখা যায় না পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলা নিয়ে।
তাদের প্রশ্ন, কুম্ভ মেলার মতো গঙ্গাসাগর মেলারও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রয়েছে। বহু বিদেশি পর্যটক সাগরে ভিড় করেন মেলা চলাকালীন। তার পরেও কেন কেন্দ্র গঙ্গাসাগর নিয়ে উদাসীন? এ বিষয়ে অতীতে মুখ খুলতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
গত বৃহস্পতিবারই আউট্রাম ঘাটে একটি সরকারি অনুষ্ঠানে তিনি বলেন, ‘কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা দেয়। অথচ গঙ্গাসাগর মেলাকে এক পয়সাও দেয় না।’ বিজেপির দাবি, কুম্ভ আর গঙ্গাসাগরের মধ্যে সংঘাতের আবহ তৈরি করে তৃণমূল রাজনৈতিক ফয়দা লুটতে চাইছে। লক্ষ্য, বিজেপির বিরুদ্ধে ওঠা বাংলা–বিরোধী অভিযোগ আরও জোরদার করা।
পদ্ম–নেতারা তাই রাজ্য সরকারের উপরেই পাল্টা চাপ বাড়ানোর কৌশল নিয়েছেন। রবিবার সাংবাদিক বৈঠকে সুকান্ত বলেন, ‘ক্ষমতায় যে দলই থাকুক, কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকার যৌথ ভাবে কুম্ভমেলার আয়োজন করে।’ তাঁর প্রশ্ন, ‘কেন্দ্রের সঙ্গে যৌথ ভাবে গঙ্গাসাগর মেলা করতে চেয়ে বাংলার মুখ্যমন্ত্রী কি কেন্দ্রের কাছে কোনও প্রস্তাব দিয়েছেন?’
সুকান্তর আহ্বান, ‘এ রকম কোনও প্রস্তাব রাজ্য সরকার দিয়ে থাকলে তার একটা প্রতিলিপি আমাকে দিন। আমি নিজে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। বিজেপি দায়িত্ব নিচ্ছে যে, গঙ্গাসাগর মেলার আয়োজনের ক্ষেত্রে কেন্দ্রের সহযোগিতার ব্যবস্থা করবে।’ বিজেপির রাজ্য সভাপতির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের পাল্টা যুক্তি, সুকান্ত মজুমদাররা নিজে থেকে কেন গঙ্গাসাগর মেলাকে সাহায্য করার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানাচ্ছেন না?
দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘কেন্দ্র কেন গঙ্গাসাগরের টাকা দেবে না? কেন্দ্র কেন একশো দিনের টাকা দেয় না? এই প্রশ্নগুলি তো সুকান্ত মজুমদারের নিজে থেকে তোলা উচিত। যতক্ষণ মুখ্যমন্ত্রী বলবেন না, ততক্ষণ উনি কেন্দ্রকে তহবিল দিতে বলবেন না? মুখ্যমন্ত্রী তো দীর্ঘদিন ধরে এই ইস্যুতে সরব। সুকান্তবাবু এ বার নিজে থেকে কেন্দ্রকে বলুন গঙ্গাসাগর মেলাকে আর্থিক সাহায্য করার জন্য। এটা তো ওঁর কর্তব্য।’