সাত সকালে দক্ষিণ কলকাতার একটি স্কুলে দুর্ঘটনা। বিল্ডিংয়ের কাচ ভেঙে আহত তিন পড়ুয়া। তাদের মধ্যে অষ্টম শ্রেণির দুই ছাত্রের চোট গুরুতর। তাদের একজনকে এম আর বাঙুর এবং অন্য জনকে দক্ষিণ কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তৃতীয় জনকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি নিয়ে গিয়েছেন তার অভিভাবক। ঘটনাকে কেন্দ্র করে স্কুলের রক্ষণাবেক্ষণ এবং ছাত্র-ছাত্রীদের দেখভাল ও সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রিন্সিপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অভিভাবকদের একাংশ।
সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার সকালে সাদার্ন অ্যাভিনিউ এলাকার এই স্কুলে ঢোকার সময়েই দুর্ঘটনার কবলে পড়েন পড়ুয়ারা। স্কুল ভবনের উপর থেকে কাচ ভেঙে দুই পড়ুয়ার মাথায় পড়ে। তাদের উদ্ধার করতে গিয়ে অন্য পড়ুয়াও আহত হয়।
এ দিকে, স্কুল কর্তৃপক্ষের দাবি, সদ্যই নির্মিত হয়েছে স্কুলের এই নতুন ভবনটি। ফলে রক্ষণাবেক্ষণ নেই এই অভিযোগ মানতে নারাজ তারা। স্কুলের বক্তব্য, কয়েক জন পড়ুয়া বলপূর্বক কাচের জানালা খোলার চেষ্টা করছিল। সে সময়েই কাচ ভেঙে যায়।
তবে স্কুল কর্তৃপক্ষের সাফাই শুনে ক্ষোভ উগরে দেন অভিভাবকেরা। প্রিন্সিপালের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। সূত্রের খবর, পরে আহত পড়ুয়াদের হাসপাতালে দেখতে যান স্কুলের প্রিন্সিপাল।