• আতঙ্কের অবসান, ছাগলের টোপে খাঁচায় বন্দি বাঘ, স্বস্তি মৈপীঠের বাসিন্দাদের...
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অবশেষ ধরা পড়ল সুন্দরবনের কুলতলি মৈপীঠের বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগারটিকে ধরার জন্য জঙ্গলের চারিদিক জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। টোপ হিসাবে ব্যবহার করা হয়েছিল একটি ছাগলকে। খাবারের লোভেই রবিবার গভীর রাতে বনদপ্তরের খাঁচায় ধরা দেয় দক্ষিণরায়। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মৈপীঠের বাসিন্দারা।

    রবিবার সকালে বাঘের পায়ের ছাপ দেখতে পান কয়েকজন স্থানীয় মৎস্যজীবী। খবর দেওয়া হয় বনদপ্তরের রায়দীঘি রেঞ্জের চিতুরি বিট অফিসে। বনদপ্তরের কর্মীরা এসে সেই ছাপ পরীক্ষা করেন। স্থানীয়রা দাবি করেন, একসঙ্গে দু'টি বাঘ ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ে ঢুকেছে। লাগোয়া জঙ্গলেই ঘোরাফেরা করছে। জঙ্গলের চিহ্নিত অংশটুকু জাল দিয়ে ঘিরে ফেলা হয়। সেখানে খাঁচা পাতা হয়। টোপ হিসাবে রাখা হয় একটি ছাগল। সেই খাঁচাতেই গভীর রাতে ধরা পড়ে বাঘটি।

    বাঘের আতঙ্কে কাঁটা গোটা মৈপীঠ। ঘন ঘন এলাকায় বাঘের উপস্থিতি চিন্তার ফেলেছিল বনদপ্তর-সহ স্থানীয় প্রশাসনকে। গত এক সপ্তাহে এ নিয়ে তিন বার সুন্দরবনের জঙ্গল থেকে বাঘ মৈপীঠ কোস্টাল থানা এলাকায় ঢুকে পড়ল। বার বার এলাকায় বাঘ ঢোকায় প্রশ্ন, একটি বাঘই বার বার হানা দিচ্ছে, না কি অন্য বাঘ, ধন্দে বনকর্মীরাও।
  • Link to this news (আজকাল)