• আগামী ২৪ ঘণ্টায় বিরাট বদল, পৌষ সংক্রান্তিতে কেমন থাকবে আবহাওয়া?
    আজ তক | ১৩ জানুয়ারি ২০২৫
  • গত কয়েকদিন শীতের দাপুটে ব্যাটিং দেখেছে সারা বাংলা। কলকাতায় শনিবার ১২ ডিগ্রিতে নেমে গিয়েছিল পারদ। যদিও রবিবার তা সামান্য বেড়েছে। তবে দক্ষিণবঙ্গ জুড়ে চলছে জমজমাট শীতের ইনিংস। তবে চলতি সপ্তাহে শীত আরও বাড়বে না কমবে? কেমন থাকবে পৌষ সংক্রান্তির আবহাওয়া? বৃষ্টির সম্ভাবনা রয়েছে? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

    পৌষ সংক্রান্তিতে কেমন থাকবে আবহাওয়া?
    রাজ্যজুড়ে শীতের আমেজ রয়েছে। তবে জাঁকিয়ে শীত উধাও। সামনেই  পৌষ সংক্রান্তি। সেই দিন আবহাওয়া কেমন থাকবে প্রশ্ন রয়েছে পুর্ণ্যার্থীদের মধ্যে? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারের মধ্যে এক থেকে দুই ডিগ্রি পারদ চড়বে। মকর সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস। তবে খুশির খবর ওই দিন বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কারই থাকবে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া
    পশ্চিমি ঝঞ্ঝার কারণে রাজ্যে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে । ফলে বাড়ছে তাপমাত্রা। যার জেরে পৌষ সংক্রান্তির আগেই উধাও শীতের দাপট। এমনকি সংক্রান্তির দিনও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গে  মঙ্গলবারের মধ্যে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। সোম ও মঙ্গল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। সোমবার সকালে ঘন কুয়াশার সতর্কতা কলকাতা সহ পাঁচ জেলায়। মঙ্গলবার ঘন কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবারও কোনও জেলায় বৃষ্টি হবে না

    উত্তরবঙ্গের পরিস্থিতি
    আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে দার্জিলিং জেলায়। অন্যান্য জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকলেও কুয়াশা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।  সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের পুরোপুরি আবহাওয়া শুষ্ক থাকবে। অর্থাৎ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে না।

    কলকাতার আবহাওয়া
    রবিবার কলকাতার তাপমাত্রা বেড়েছে। সপ্তাহের প্রথমদিন সোমবারও শহরে রয়েছে কুয়াশার দাপট। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। আগামী দুই দিনে আরও একটু বাড়বে তাপমাত্রা। তবে শীতের আমেজ বজায় থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা উধাও। রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। ক্রমশ কমবে উত্তুরে হওয়ার দাপট। বাড়বে পূবালী হওয়ার প্রভাব। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি।

    তাপমাত্রা ফের কমবে কবে?
    হাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা  দু'ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। পরের দু'দিন অবশ্য তাপমাত্রার তেমন হেরফের হবে না। পরবর্তী দু'দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। 
  • Link to this news (আজ তক)