অয়ন ঘোষাল: সকালবেলা ভয়ানক দুর্ঘটনা দক্ষিণ কলকাতার স্কুলে। সাদার্ন এভিনিউ মোড়ে নবনালন্দা স্কুলের বিল্ডিংয়ের ওপর থেকে ভেঙে পড়ে কাচ। সেই সময় স্কুলে ঢোকার মুখে ছাত্রছাত্রীদের লাইনের ওপর পড়ে সেই কাচ। আহত ৩ ছাত্র। এদের মধ্যে নবম শ্রেণির দুই পড়ুয়ার আঘাত গুরুতর। তাঁদের চিকিত্সা চলছে হাসপাতালে। এই ঘটনার পরেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। ঘটনাস্থলে পৌঁছেছে টালিগঞ্জ থানার পুলিস।
সোমবার সকাল ৭টা নাগাদ সার্দান অ্যাভিনিউ এলাকার ওই স্কুলে ঢুকছিলেন পড়ুয়ারা। সেই সময় স্কুল ভবনের উপর থেকে কাচ ভেঙে পড়ে পড়ুয়াদের উপরে। আহত হয় ৩ পড়ুয়া। বেশি আহত হয় প্রিয়ম দাস, তিনি ক্লাস নাইনে পড়েন। দৌড়ে আসেন অন্য পড়ুয়ারা। ওই পড়ুয়াদের উদ্ধার করতে এগিয়ে যান পড়ুয়াদের স্কুলে পৌঁছে দিতে আসা অভিভাবকেরাও।
স্কুল কর্তৃপক্ষের দাবি, ভবনটি নতুন করে তৈরি করা হয়েছে। ছাত্রদের কারণেই ভেঙে পড়েছে ওই কাচ। তাঁদের দাবি কয়েক জন পড়ুয়া জোরে জানলা খুলতে যাওয়ায় কাচ ভেঙে নীচে পড়ে। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকেরা। অন্যদিকে তাঁরা জানান বারংবার যেকোনও দুর্ঘটনায় পড়ুয়াদেরই কাঠগড়ায় দাঁড় করায় স্কুল।
অভিভাবকদের দাবি, স্কুলের অ্যাম্বুল্যান্সের জন্য ফি নেওয়া হয় অথচ আজ ঘটনার সময় অ্যাম্বুলেন্স ছিল না। এমনকী জি ২৪ ঘণ্টা প্রথম এই খবর পেয়ে স্কুলে প্রবেশ করতে চাইলে ছবি তুলতে বাধা দেওয়া হয় স্কুলের তরফে। একজন বেরিয়ে এসে জোর করে ক্যামেরা বন্ধ করতে যায়। অন্যদিকে প্রিন্সিপালের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। অভিভাবকদের তরফে জানা যায় যে করোনা পরবর্তীকালে কোনও পেরেন্টস টিচার মিটিংই হয়নি।