• স্বাস্থ্যসচিবের বদলি ও CBI তদন্তের দাবি, স্যালাইন কাণ্ডে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
    এই সময় | ১৩ জানুয়ারি ২০২৫
  • স্যালাইন কাণ্ড নিয়ে জনস্বার্থে মামলা দায়ের হতে চলেছে কলকাতা হাইকোর্টে। সোমবার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান আইনজীবী ফিরোজ় এডুলজি এবং আইনজীবী কৌস্তভ বাগচী। প্রধান বিচারপতি দ্রুত শুনানির আশ্বাস দিয়েছেন।

    আইনজীবী ফিরোজ় এডুলজি তাঁর স্যালাইন কাণ্ডে সিট গঠনের দাবি জানিয়েছে। একইসঙ্গে CBI তদন্তও চেয়েছেন। স্যালাইনের ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো পর্যবেক্ষণ করে রিপোর্ট পেশের দাবি মামলাকারী আইনজীবীর। অন্যান্য হাসপাতালগুলিতে রোগীদের স্যালাইন দেওয়া নিয়ে নজরদারি করে রিপোর্ট পেশের কথাও উল্লেখ করেছেন তিনি। ওই আইনজীবীর প্রশ্ন, কী করে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহার করা হলো? সর্বোপরি অবিলম্বে স্বাস্থ্যসচিবের বদলির দাবিও তুলেছেন তিনি।

    অন্যদিকে, আর এক মামলাকারী আইনজীবী কৌস্তুভ বাগচীর বক্তব্য, অনেক ভুয়ো ওষুধ প্রস্তুতকারক সংস্থা আছে, যাদের মাধ্যমে প্রচুর আর্থিক লেনদেন হয়। তার তদন্ত করুক ED। পাশাপাশি তাঁর দাবি, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলার এই ঘটনার তদন্ত করুক।

    ঘটনার সূত্রপাত মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতিদের ‘ব্ল্যাকলিস্টেড’ সংস্থার সরবরাহ করা রিঙ্গার্স ল্যাকটেট (আরএল) দেওয়া নিয়ে। তার জেরে সেই হাসপাতালে ভর্তি এক প্রসূতির মৃত্যু হয়। গুরুতর অসুস্থ হন আরও ৪ প্রসূতি। যা নিয়ে হইচই পড়ে যায় গোটা রাজ্যে। কর্নাটক সরকার আগেই এই সংস্থাটিকে ব্ল্যাকলিস্ট করেছে। পশ্চিমবঙ্গ সরকার তাদের উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছিল গত মাসে। তারপরেও মেদিনীপুর মেডিক্যালে এই আরএল ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে।

    সঙ্কটজনক তিন প্রসূতিকে আনা হয়েছে কলকাতায়। সন্তান প্রসবের পরেই স্যালাইন নিয়ে তাঁরা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। রবিবার গ্রিন করিডর করে তাঁদের নিয়ে আসা হয় SSKM হাসপাতালে। তাঁদের চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। চিকিৎসক সুগত দাশগুপ্ত (ক্রিটিকাল কেয়ার হেড), চিকিৎসক সঞ্জয় চৌধুরী (নেফ্রোলজিস্ট), সন্দীপ ঘোষ (জেনারেল মেডিসিন), দীপ্তপ্রসূন সাহা (প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ) ও চিকিৎসক দিব্যজ্যোতি দাস (আইটিইউ ইনচার্জ, অ্যানাস্থেসিয়া) এই মেডিক্যাল বোর্ডে রয়েছেন।

    জানা গিয়েছে, তিন প্রসূতির মধ্যে মাম্পি সিং এবং নাসরিন খাতুনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। মিনারা বিবিকে রাখা হয়েছে ITU 2 তে।

  • Link to this news (এই সময়)