• বিনয় মিশ্রের ভাইয়ের বড় স্বস্তি কলকাতা হাইকোর্টে
    এই সময় | ১৩ জানুয়ারি ২০২৫
  • পকসো মামলায় গ্রেপ্তার হয়েছিলেন কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। সোমবার তাঁর জামিনের আর্জি মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। কালীঘাট থানায় দায়ের হওয়া মামলায় জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। গত নভেম্বর মাসে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। জামিনের শর্ত হলো, আপাতত কালীঘাট থানা এলাকায় ঢুকতে পারবেন না বিকাশ।

    গত নভেম্বর মাসে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে বিকাশ মিশ্রের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে কালীঘাট থানার পুলিশ। পকসো আইনে মামলা রুজু হয়। সেই মামলায় এ দিন জামিন পান বিকাশ।

    কয়লা পাচার মামলায় অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। সিবিআইয়ের হাতেও গ্রেপ্তার হন তিনি। পরে জামিন পেলেও নিয়মিত তাঁকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হয়। প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বরে কয়লা কেলেঙ্কারি মামলায় প্রথম অভিযোগ দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

    ডিসেম্বরে সিবিআই-এর বিশেষ আদালতে কয়লা-মামলায় চার্জ গঠনও হয়। সে দিন ভার্চুয়ালি হাজিরা দেন বিকাশ মিশ্র। বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়েছিলেন, ২০২৫ সালের ২১ জানুয়ারি বিচার শুরু হবে। তার আগে জামিন পেলেন বিকাশ।

  • Link to this news (এই সময়)