• পরিচালক তপন সিংহের শতবর্ষ উপলক্ষে বিশেষ আলোচনাসভা চন্দননগর বইমেলায়...
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পরিচালক তপন সিংহের জন্ম শতবর্ষ উপলক্ষে একটি বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়েছিল চন্দননগর বইমেলায়। ১২ জানুয়ারি, রবিবার আয়োজিত এই আলোচনাসভার মুখ্য আলোচক ছিলেন চন্দননগরের নবাগত পরিচালকদ্বয় শ্বেতা বসু ও অয়ন সেন।

    ২০২৩ সালে শ্বেতা ও অয়নের ছবি 'মহানগরী থেকে দূরে'0 ছবিটি মুক্তি পায়। তারপর থেকে অনেক দিন তাঁদের প্রকাশ্যে দেখা যায়নি। অনেক দিন বাদে দু'জনকে প্রকাশ্যে এই অনুষ্ঠানে দেখা গেল। এই বিষয়ে অয়ন বলেন, "ছবিটি রিলিজের সময় থেকে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। তাই অনেক দিন আমি ব্রেক নিয়েছিলাম। এই অনুষ্ঠানের মাধ্যমে আবার কাজে ফিরছি।" শ্বেতা বলেন "আজ তপন সিংহকে শ্রদ্ধাঞ্জলী জানিয়ে আবার নতুন করে যাত্রা শুরু করছি। নতুন সিনেমা, নতুন গল্প নিয়ে আলোচনা সব সময়ই আমাদের মধ্যে হতে থাকে। খুব শীঘ্রই আসব আপনাদের কাছে নতুন কিছু নিয়ে।" এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য চন্দননগর বইমেলা কতৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন দু'জনেই।

    গত ৬ জানুয়ারি উদ্বোধন হয়েছে চন্দননগর বইমেলার। চন্দননগর হাসপাতাল সংলগ্ন ময়দানে চন্দননগর ইস্পাত সংঘের উদ্যোগে আয়োজিত বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল। নামীদামি বুক স্টলের পাশাপাশি এবছর লিটিল ম্যাগাজিনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বইমেলায়।
  • Link to this news (আজকাল)