মিল্টন সেন,হুগলি: গঙ্গাসাগর যাওয়ার পথে জাতীয় সড়কে ভিন রাজ্যের পূণ্যার্থীদের সাহায্যার্থে চালু হল সহায়তা কেন্দ্র। প্রতিবছর বাস-সহ নানা যানবাহনে ভিন রাজ্য থেকে বহু পূণ্যার্থী গঙ্গাসাগর মেলায় যান।
মেলা উপলক্ষে সোমবার জাতীয় সড়কের পাশে তাঁদের সাহায্যার্থে যাবতীয় পরিষেবা সমৃদ্ধ সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুগলি জেলাশাসক মুক্তা আর্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিষ সেন, বিধায়ক করবী মান্না সহ বিশিষ্ট অনেকেই।
এদিন মন্ত্রী বলেন, ক্যাম্পে সব রকমের পরিষেবার ব্যবস্থা থাকবে। এদিন থেকে চালু হওয়া সহায়তা কেন্দ্রটি খোলা থাকবে সাগর মেলার শেষ দিন পর্যন্ত। মেলা উপলক্ষে প্রত্যেক বছর অসংখ্য পূণ্যার্থীরা জাতীয় সড়ক ধরে গঙ্গাসাগর মেলায় যান। মূলত ভিন রাজ্য থেকে মেলার উদ্দেশ্যে যাওয়া পূণ্যার্থীরা যাতে সুষ্ঠুভাবে এবং কোন প্রকার সমস্যা ছাড়াই মেলায় যেতে পারে তার সমস্ত রকম সুযোগ সুবিধা প্রদান করা হবে ক্যাম্প থেকে। ক্যাম্পে রাখা থাকছে পানীয় জল, শুকনো খাবার, প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধা, বিশ্রাম নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা সহ একাধিক সুযোগ সুবিধা।
এবছর গঙ্গাসাগরে ১ তারিখ থেকে রবিবার সন্ধে পর্যন্ত ৪২ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে, জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রশাসনের এক কর্তা সোমবার সকালে বলেন, রবিবার রাতেই ৫০ লক্ষের ভিড় পার করেছে। আগামিকাল পুণ্যস্নানের আগে দ্বিগুণ মানুষের জনাসমাগম হতে পারে বলে অনুমান করছে প্রশাসনের কর্তাব্যক্তিরা। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে চালানো হচ্ছে অতিরিক্ত লঞ্চ ও ভেসেল। রাস্তায় চলছে অতিরিক্ত বাস। গোটা মেলা চত্বর জুড়ে এবং কপিল মুনির আশ্রমকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে।