• প্রতীক্ষার অবসান, সাদা বরফের চাদরে ঢাকল দার্জিলিং, আনন্দে আত্মহারা পর্যটকরা
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরে পাহাড়ের রানি তথা শৈলশহর দার্জিলিংয়ে তুষারপাতের অপেক্ষায় ছিলেন পর্যটকেরা। অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার দুপুরে তুষারপাত লক্ষ করা গেল শৈলশহর দার্জিলিংয়ে। নতুন বছরের তৃতীয় সপ্তাহে হালকা বৃষ্টির মাঝেই গুঁড়ি গুঁড়ি তুষারপাতেই খুশি সকলে।

    আজ দার্জিলিংয়ের উচু এলাকাগুলি মূলত জল পাহাড়, সেন্ট পলস স্কুল, লাল কুঠি সহ একাধিক এলাকায় তুষারপাত দেখতে পেয়ে আনন্দে আপ্লুত পর্যটকেরা। ইতিমধ্যেই ছুটি কাটাতে ও শীতের আনন্দ উপভোগ করতে শৈলশহর দার্জিলিংয়ে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। 

    সোমবার সকাল থেকেই দার্জিলিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ করা যায়। এর মাঝেই তুষারপাত হয়। সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে রাস্তাঘাট। দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলিতে এই তুষারপাতের ছবি ক্যামেরা বন্দি করছেন পর্যটকেরা।
  • Link to this news (আজকাল)