• মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কাজ শুরু, সন্দেশ হাবের জায়গা পরিদর্শনে সন্দেশখালিতে জেলাশাসক...
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গত ৩০ ডিসেম্বর সন্দেশখালির সভা থেকে সেখানে সন্দেশের হাব তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশের পরই সন্দেশখালিতে এই হাব তৈরির তোড়জোড় শুরু হয়ে গেল। মুখ্যমন্ত্রী গত ৩০ ডিসেম্বর সন্দেশখালির মিশন মাঠে প্রশাসনিক বৈঠক ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, সন্দেশখালিতে সন্দেশ হাব তৈরি করা হবে। এরপরই সোমবার জায়গা পরিদর্শনে আসেন জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী।

     

    কোথায় সন্দেশ হাব তৈরি হবে, কীভাবে কাজ শুরু হবে সবদিক খতিয়ে দেখেন তিনি। জেলাশাসকের সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো সহ প্রশাসনিক আধিকারিকরাও। জায়গা পরিদর্শন ছাড়াও এদিন জেলাশাসক এবং আধিকারিকরা সন্দেশখালির বেশ কিছু মিষ্টির দোকানে যান। মিষ্টি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এলাকায় সন্দেশের হাব তৈরি করতে কী ধরনের পরিকাঠামোর প্রয়োজন তার বিস্তারিত বিবরণ নেন।

     

    মিষ্টি ব্যবসায়ী ছাড়াও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো জানান, ‘মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পর জেলাশাসক এসেছিলেন। সন্দেশখালিতে সন্দেশ হাব কীভাবে তৈরি করা যায় তা খতিয়ে দেখে গিয়েছেন তিনি। জায়গাও পরিদর্শন করে গিয়েছেন। মিষ্টি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। কিছুদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। বেশ কিছু তথ্য নমুনা সংগ্রহ করা হয়েছে’।
  • Link to this news (আজকাল)