• ছাই পরিবহনকারী পাইপ লাইন ফেটে বিপত্তি, ফরাক্কা এনটিপিসি প্লান্টে তুমুল চাঞ্চল্য ...
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মুর্শিদাবাদ জেলার ফরাক্কা এনটিপিসি প্ল্যান্ট থেকে নিশিন্দ্রা অ্যাশ পন্ড পর্যন্ত ছাই–জল পরিবহনকারী একটি পাইপ লাইনে সোমবার দুপুর নাগাদ হঠাৎই ফাটল দেখা দেয়। 

    কেদারনাথ ব্রিজের নিচে লোহার পাইপলাইনে হঠাৎই এই ফাটল দেখা দেওয়ায় তীব্র গতিতে জল মিশ্রিত ছাই সেখান থেকে বেরিয়ে আসছে। এর ফলে প্রশাসনের তরফ থেকে ঝাড়খন্ড এবং বাংলার মধ্যে সংযোগকারী নিশিন্দ্রা কাটানের রাস্তা দিয়ে ভারী যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। রাস্তায় প্রচুর ছাই মিশ্রিত জল জমে যাওয়ায় প্রচন্ড অসুবিধার মধ্যে পড়তে হয় পথচারীদের। 

    ওই পাইপ লাইনে জল মিশ্রিত ছাইয়ের চাপ খুব বেশি থাকায় তা ব্রিজের উপর দিয়ে চলাচলকারী ট্রেন পর্যন্ত পৌঁছে যাচ্ছে। যদিও এই কারণে ট্রেন বা মালগাড়ি চলাচল ব্যাহত হয়নি বলেই জানা গেছে। 

    ২১০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ফরাক্কা এনটিপিসি প্লান্টে যে তাপ বিদ্যুৎ তৈরি হয় তার জন্য প্রত্যেকদিন বিপুল পরিমাণ কয়লা পোড়াতে হয়। কয়লা পুড়ে যে ছাই উৎপাদন হয় তা এনটিপিসি প্লান্ট থেকে পাইপ লাইনের মাধ্যমে বিভিন্ন অ্যাশ পন্ডে গিয়ে জমা হয়। এনটিপিসি প্লান্টে কয়লা পুড়িয়ে যে ছাই তৈরি হয় বর্তমানে তা বিভিন্ন রাজ্যে  জাতীয় সড়ক নির্মাণ এবং সম্প্রসারণের কাজে ব্যবহার করা হচ্ছে। 

    স্থানীয় সূত্রে খবর, বর্তমানে ফরাক্কা এনটিপিসি কর্তৃপক্ষ তাদের প্লান্টে যে ছাই উৎপাদন হচ্ছে তার বেশিরভাগটাই নিশিন্দ্রা সহ অন্যান্য অ্যাশ পন্ডে জমা করছে। সোমবার দুপুর নাগাদ হঠাৎই ছাই–জল পরিবহনকারী একটি পাইপ লাইনে বড়োসড়ো ফাটল দেখা দেয় এবং তীব্র গতিতে সেখান থেকে জল বার হতে থাকে। 

    স্থানীয় বাসিন্দারা জানান, পাইপ লাইনে জল মিশ্রিত ছাইয়ের চাপ খুব বেশি থাকায় কয়েক মুহূর্তের মধ্যে ওই এলাকায় কাদার পাহাড় তৈরি হয়। এরপরই সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে প্রশাসন ওই রাস্তা দিয়ে ভারী যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়। তবে ছাই মিশ্রিত জলের চাপ  নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক করে তোলার চেষ্টা চলছে। 

    ঘটনার খবর পেয়ে এনটিপিসি কর্তৃপক্ষের তরফ থেকে পদস্থ আধিকারিকরা এলাকায় পৌঁছন। ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন, ‘‌ছাই পরিবহনকারী পাইপলাইনের যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য আমরা এনটিপিসি কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখবো।’‌ 

     
  • Link to this news (আজকাল)