• বাস-ট্রাক্টরের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা পুরুলিয়ায়, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৫...
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৫
  • অরিন্দম মুখার্জি

     

    পুরুলিয়ার বলরামপুর-বাগমুন্ডি রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। জানা গিয়েছে, রসুলডি গ্রামের কাছে সুইসা-কলকাতা রুটের একটি যাত্রীবাহী বাস এবং একটি মাটি বোঝাই ট্রাক্টরের সংঘর্ষে পাঁচ ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ১১টা নাগাদ বাগমুন্ডি থেকে বলরামপুরের দিকে আসছিল বুলেট বাসটি। সেই সময় একটি মাটি বোঝাই ট্রাক্টর রাস্তা পার করছিল। উল্টো দিক থেকে আসা বাসটি অত্যন্ত দ্রুতগতিতে এসে ট্রাক্টরটিকে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে বাস ও ট্রাক্টরের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এই দুর্ঘটনায় বাস এবং ট্রাক্টরের চালকসহ মোট পাঁচজন গুরুতর আহত হন। 

     

    স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে বলরামপুরের বাসগড়া হাসপাতালে ভর্তি করান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক এবং ৪৮ ঘণ্টার আগে কিছু বলা সম্ভব নয়। প্রয়োজনে তাদের মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে। তবে বাসটিতে কোনও যাত্রী না থাকায় দুর্ঘটনায় আহতদের সংখ্যা বাড়েনি। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতের ডিউটি করার কারণে বাসের চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পথ দুর্ঘটনা এড়াতে চালকদের আরও সতর্ক হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার প্রচার চালানো হলেও, গাফিলতির কারণে এ ধরনের ঘটনা ঘটেই চলেছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং আহতদের দ্রুত সেরে ওঠার জন্য প্রার্থনা করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)