ফের বাঘ ঢুকেছে কুলতলির গ্রামে, জাল দিয়ে গ্রাম ঘিরেছে বনদপ্তর
আজকাল | ১৩ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফের বাঘ আতঙ্ক কুলতলির গুড়গুড়িয়া–ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত এলাকার গড়ের চকে। রবিবার রাতে মৈপীঠের বাঘ খাঁচা বন্দি হওয়ার পর সোমবার বিকেলেই তাকে ঢুলি ভাসানী জঙ্গলে ছেড়ে দেয় বনদপ্তর। আর তার মধ্যেই নতুন করে বাঘের আতঙ্ক। বাঘ রয়েছে মৈপীঠ কোস্টাল থানার অন্তর্গত গুড়গুড়িয়া–ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত এলাকার গড়ের চক এলাকায়। আজমল মারি এক নম্বর জঙ্গল থেকে এই বাঘটি মাকরি নদী পেরিয়ে গড়ের চক এলাকায় লোকালয় সংলগ্ন জঙ্গলে ঢুকে পড়েছে। ইতিমধ্যে জাল দিয়ে ঘেরার কাজ শুরু করেছে বনদপ্তর। বাঘ কোন জায়গায় রয়েছে তা শনাক্ত করেই তাকে জাল দিয়ে ঘেরার কাজ শুরু হয়েছে। নতুন করে এলাকায় ছড়িয়েছে বাঘ আতঙ্ক।
প্রসঙ্গত, রবিবার গভীর রাতে সুন্দরবনের কুলতলি মৈপীঠের বাঘ বন দপ্তরের খাচায় ধরা দেয়। জানা যায়, রবিবার সকালে বাঘের পায়ের ছাপ দেখতে পান কয়েকজন স্থানীয় মৎস্যজীবী। খবর দেওয়া হয় বনদপ্তরের রায়দীঘি রেঞ্জের চিতুরি বিট অফিসে। বনদপ্তরের কর্মীরা এসে সেই ছাপ পরীক্ষা করেন। স্থানীয়রা দাবি করেন, একসঙ্গে দু’টি বাঘ ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ে ঢুকেছে। লাগোয়া জঙ্গলেই ঘোরাফেরা করছে। জঙ্গলের চিহ্নিত অংশটুকু জাল দিয়ে ঘিরে ফেলা হয়। সেখানে খাঁচা পাতা হয়। টোপ হিসাবে রাখা হয় একটি ছাগল। সেই খাঁচাতেই গভীর রাতে ধরা পড়ে বাঘটি।
কিন্তু আতঙ্ক কাটতে না কাটতে ফের বাঘ ঢুকল কুলতলির গ্রামে।