সত্যিই কি দেড় মাস বন্ধ? ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে মেগা আপডেট, কী বলছে মেট্রো কর্তৃপক্ষ?
আজকাল | ১৩ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আগামী দেড় মাস বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো? এমন খবর সামনে আসায় রীতিমত চিন্তায় পড়ে গিয়েছিলেন নিত্যযাত্রীরা। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত গ্রিন লাইন ওয়ান এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত গ্রিন লাইন টু চালু হওয়ার পর অফিসযাত্রীদের একটা বিরাট অংশের বড় ভরসা ইস্ট ওয়েস্ট মেট্রো। এই পরিস্থিতিতে কলকাতা মেট্রোর এক আধিকারিক শোনালেন স্বস্তির বার্তা। দেড় মাস মেট্রো বন্ধের খবরে ওই আধিকারিক জানালেন, ‘এমন কোনও সিদ্ধান্ত কলকাতা মেট্রোর পক্ষ থেকে নেওয়া হয়নি। এমন একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আমরা এখনও নিইনি।
ইস্ট-ওয়েস্ট লাইনে আগামী ৪৫ দিন কিছু কাজ রযেছে। আমরা চেষ্টা করছি যাতে যাত্রী পরিষেবা সচল রেখে সেই কাজ করা যায়। যদি খুব সমস্যা দেখা দেয় তাহলে হয়তো কিছুদিন বন্ধ রাখা হতেও পারে। কিন্তু যাত্রী পরিষেবা সচল রাখাটা আমাদের কাছে সবার আগে’। উল্লেখ্য, রবিবার এবং সোমবার একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয় আগামী দেড় মাস কাজ চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো অর্থাৎ গ্রিন লাইন ওয়ান এবং গ্রিন লাইন টু-তে। ফলে, এই দীর্ঘ সময় এই দুই শাখায় বন্ধ রাখা হবে মেট্রো পরিষেবা।
এই খবর ছড়াতেই চিন্তায় পড়ে যান নিত্যযাত্রীদের অনেকেই। আজকাল ডট ইনের তরফে কলকাতা মেট্রোর সঙ্গে যোগাযোগ করতেই জানা যায় এমন কোনও সিদ্ধান্ত নেয়নি মেট্রোরেল। কলকাতা মেট্রোর ওই আধিকারিক জানান, গত রবিবার অর্থাৎ ১২ জানুয়ারি সিগনালিংয়ের কাজের জন্য হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। আগামী রবিবারও এই কাজের জন্যই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হবে। তবে সপ্তাহের অন্যান্য দিনগুলিতে পরিষেবা স্বাভাবিক থাকবে।