• যাদবপুরে ব়্যাগিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, অভিযুক্তদের মার্কশিট দেবে না বিশ্ববিদ্যালয়
    আজ তক | ১৩ জানুয়ারি ২০২৫
  • ব়্যাগিংয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। তাদের হাতে মার্কশিট দেওয়া হবে না, আটকে রাখা হবে। সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে অ্যান্টি ব়্যাগিং কমিটি। 

    বছর দেড়েক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় এক ছাত্রের। সেই ঘটনা নাড়িয়ে দিয়েছিল সবাইকে। এই ঘটনার পর পুলিশ অনেককে গ্রেফতার করলেও এখনও বহাল তবিয়তে রয়েছে অভিযুক্তদের একাংশ। তাদের বিশ্ববিদ্যালয় চত্বরে অবাধ বিচরণ। এমনকী ব়্যাগিংয়ে অভিযুক্ত এমন কয়েকজন ক্যাম্পাসিংয়ের মাধ্যমে চাকরিও পেয়ে গিয়েছে। এমনটাই জানতে পেরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    এই পরিস্থিতিতে ব়্যাগিংয়ে অভিযুক্তদের মার্কশিট আটকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যান্টি ব়্যাগিং কমিটি। অভিযুক্তরা পঠনপাঠন চালাতে পারবে। তারা পরীক্ষাতেও বসতে পারবে। তবে তাদের মার্কশিট আটকে রাখা হবে। 

    ২০২৩ সালের ১০ অগাস্ট ওই ছাত্রের মৃত্যুর পর ব়্যাগিংয়ে যুক্ত থাকার অভিযোগে ৩২ জনকে শোকজ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে মামলা চলছে। ১৪ জন এখন জেলে রয়েছে। ১৫ জনের উপর কোনও পদক্ষেপে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারা পঠনপাঠন নিয়মিত করতে পারবে আবার পরীক্ষাও দিতে পারবে। নির্দেশ রাজ্যের সর্বোচ্চ আদালতের। 

    এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, অভিযুক্তদের মার্কশিট আটকে দেওয়ার মাধ্যমে ব়্যাগিংয়ে অভিযুক্তদের কড়া বার্তা দেওয়া যাবে। যা থেকে শিক্ষা নিতে পারে বাকি পড়ুয়ারাও। 
     
  • Link to this news (আজ তক)