• মেট্রো সার্ভিস হঠাত্‍ দেড় মাস বন্ধ রাখার প্রস্তাব কেন? ধামাকা সব সুবিধার অপেক্ষা
    আজ তক | ১৩ জানুয়ারি ২০২৫
  • পূর্ব-পশ্চিম মেট্রোর (গ্রিন লাইন) হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা চালু করার প্রস্তুতি চলছে। তবে এই পরিষেবা আরও উন্নত ও নিরাপদ করতে সিগন্যালিং সিস্টেম আপগ্রেডের প্রয়োজন। এ কারণেই দেড় মাস মেট্রো পরিষেবা বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

    কেন বন্ধ রাখা হবে মেট্রো?
    কলকাতা মেট্রো রেল কর্পোরেশন (কেএমআরসি)-এর প্রস্তাব অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হতে পারে। এর মূল উদ্দেশ্য সিগন্যালিং সিস্টেম পরীক্ষা ও উন্নত করা।

    পরিষেবা বন্ধের চ্যালেঞ্জ
    হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ—এই দুই লাইনে প্রতিদিন এক লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেন। পরিষেবা বন্ধ হলে যাত্রীদের অসুবিধা হতে পারে। তাই মেট্রো কর্তৃপক্ষ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।

    কাজের অগ্রগতি এবং বাধা
    শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের সুড়ঙ্গের কাজ শেষ হয়েছে। তবে বউবাজার এলাকায় একাধিক সমস্যা, যেমন মাটি ধস ও জল ঢোকার কারণে কাজে দেরি হয়।

    পূর্বমুখী সুড়ঙ্গে রেক চলাচল শুরু হলেও পশ্চিমমুখী সুড়ঙ্গে বারবার সমস্যা হওয়ায় পরিষেবা চালু করা সম্ভব হয়নি।
    শিয়ালদা এবং এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো চালু হলে, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পুরো পরিষেবা শুরু হবে।

    নতুন প্রযুক্তির ব্যবহার
    নতুন CBTC (কমিউনিকেশন-বেসড ট্রেন কন্ট্রোল) প্রযুক্তি মেট্রো পরিষেবাকে আরও নিরাপদ ও উন্নত করবে।

    এতে থাকবে:
    প্ল্যাটফর্ম স্ক্রিন দরজা
    ট্র্যাক লকিং
    উন্নত সিগন্যালিং ব্যবস্থা

    পরিষেবা বন্ধের সম্ভাব্য তারিখ
    ১২ জানুয়ারি রবিবার পরিষেবা বন্ধ রেখে কাজ শুরু হয়েছে। ১৯ জানুয়ারি এবং ভবিষ্যতের আরও কিছু রবিবার পরিষেবা বন্ধ থাকতে পারে। যদিও যাত্রীদের কিছুদিন সমস্যার মুখোমুখি হতে হবে, তবে আপগ্রেড শেষ হলে মেট্রো পরিষেবা আরও দ্রুত, নিরাপদ এবং সুষ্ঠুভাবে চলবে বলে জানা গেছে।
  • Link to this news (আজ তক)