ময়নাগুড়িতে শপিং মল থেকে চকলেট চুরি, গ্রেপ্তার অভিযুক্ত
বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়িতে শপিং মল থেকে চকলেট চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম শুভদীপ মণ্ডল। তাঁর বাড়ি পেটকাটি এলাকায়। অভিযোগ স্বীকার করে নিয়েছেন ওই যুবক।
পুলিস সূত্রে জানা গিয়েছে, টাকার লোভে ময়নাগুড়ির ওই শপিং মল থেকে দামি চকলেট চুরি করতেন শুভদীপ। এরপর সেগুলি তিনি বাইরে কম দামে বিক্রি করে দিতেন। একাধিকবার ওই শপিং মল থেকে তিনি চকলেট চুরি করেছেন বলে অভিযোগ। আজ, সোমবার ফের সেখানে চুরি করতে যান শুভদীপ। এরপরই তাঁকে হাতেনাতে ধরে ফেলেন শপিং মল কতৃপক্ষ। পরে পুলিস এসে তাঁকে গ্রেপ্তার করে।
শুভদীপ অভিযোগ স্বীকার করে নিয়ে বলেন, “শপিং মল থেকে চকলেট চুরি করে আমি বাইরে বাজারে সামান্য কম দামে বিক্রি করতাম। সেই টাকা দিয়ে নেশার সামগ্রী কিনতাম।”