• স্কুলে ঢোকার সময় উপর থেকে ভেঙে পড়ল কাচ, জখম ২ পড়ুয়া
    বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাদার্ন অ্যাভিনিউতে একটি স্কুলে ঢোকার সময় ভেঙে পড়ল কাচ। দুর্ঘটনায় আহত হল ২ জন পড়ুয়া। জানা গিয়েছে, আজ, সোমবার সকাল ৭টা নাগাদ দক্ষিণ কলকাতার ওই নামী বেসরকারি স্কুলের পড়ুয়ারা গেট দিয়ে ভিতরে ঢুকছিল। সেই সময় আচমকাই চারতলার ওপর থেকে একটি আস্ত কাচের প্যানেল নীচে ভেঙে পড়ে। দুর্ঘটনায় নবম শ্রেণির দু’জন পড়ুয়া সৃঞ্জয় রায় এবং প্রিয়ম দাস জখম হয়। সূত্রের খবর, একজনের হাতে এবং অন্যজনের মাথায় চোট লেগেছে। সৃঞ্জয়কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে প্রিয়মের মাথায় চোট লেগেছে। তার আঘাত গুরুতর। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মাথায় ৪০টি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। অন্যদিকে, এদিন দুর্ঘটনার পরই স্কুলে গোলমাল শুরু হয়। স্কুলের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে দফায় দফায় বিক্ষোভ দেখান অভিভাবকরা। এমনকী স্কুলের অ্যাম্বুল্যান্স পরিষেবা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। খবর পেয়ে অকুস্থলে আসে টালিগঞ্জ থানার পুলিস। ঘটনাস্থলে যান বিধায়ক দেবাশিস কুমারও। পরে পরিস্থিতি সামাল দিতে অভিভাবকদের কাছে ক্ষমা চান স্কুলের প্রিন্সিপাল অরিজিৎ মিত্র।
  • Link to this news (বর্তমান)