• অবৈধভাবে ভারতে থাকার অভিযোগ, সোনারপুর থেকে গ্রেপ্তার ৫ বাংলাদেশি
    বর্তমান | ১৩ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সোনারপুর: অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে সোনারপুর থেকে গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি নাগরিক। ধৃতদের নাম তুষার আহমেদ, ইসমাইল হোসেন, সামিদুল ইসলাম, মহম্মদ শামিম এবং মহম্মদ জলিল। তাঁদের কাছ থেকে বাংলাদেশি সিম কার্ড উদ্ধার করেছে পুলিস। আজ, সোমবার তাঁদের বারুইপুর আদালতে হাজির করানো হবে।


    পুলিস সূত্রে খবর, ২০২৩ সালের জুলাই মাস নাগাদ তাঁরা ভারতে আসেন। এরপর সোনারপুরের বৈকুন্ঠপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে তাঁরা বসবাস করতেন। তাঁরা প্রত্যেকেই স্থানীয় একটি কাপড়ের কারখানায় কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিস। তবে ধৃতদের মধ্যে একমাত্র জলিলই অবৈধভাবে সীমানা পার করে ভারতে আসেন বলে জানা গিয়েছে। কিন্তু বাকি চারজন বৈধভাবে ভারতে এলেও, বহুদিন আগেই তাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তারপরও তাঁরা ভারতেই ছিলেন। গতকাল, রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিস তাঁদের গ্রেপ্তার করেছে।


    পুলিস আরও জানিয়েছে, জলিল ভারতে এসে জাল আধার কার্ড তৈরির কাজ করতেন। পাশাপাশি ওই কাপড়ের কারখানায় কাজ করতেন। সেখানেই তাঁর বাকি চারজনের সঙ্গে আলাপ হয়। এরপরই তাঁরা একসঙ্গে বৈকুন্ঠপুরের ওই ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। জলিল বাদে বাকি চারজন কোনও অসমাজিক কাজে জড়িত রয়েছেন কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। যে বাড়িতে তাঁরা ভাড়া থাকতেন, সেই বাড়ির মালিক পলাতক। তাঁর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)