চিত্তরঞ্জন দাস: খোদ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সদর দফতরের এলাকার পূণ্যার্থীরাই মকর সংক্রান্তিতে সরকারি বাসের সুবিধা ভোগ করতে পারছে না বীরভূমের জয়দেব কেন্দুলি মেলা যাওয়ার জন্য।
মকর সংক্রান্তিতে কুম্ভ মেলা, সাগর মেলার সঙ্গে চলছে বীরভূমের জয়দেব কেন্দুলির মেলাও। জয়দেব কেন্দুলির মেলাও ভিড় উপচে পড়ে। হাজার হাজার তীর্থযাত্রীর সমাগম হয় অজয় নদের পাড়ে এই মেলায়। এই মেলায় যাতায়াতের জন্য কোনো সরকারি বাস সার্ভিস নেই। এর ফলে প্রচুর মানুষকে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে।
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর বা সিটি সেন্টার, মুচিপাড়ার উপর দিয়ে প্রচুর তীর্থযাত্রী জয়দেব যাতায়াত করছেন কষ্ট করে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডলের বক্তব্য, সাগর মেলায় প্রচুর বাস দেওয়া হয়েছে পূণ্যার্থীদের জন্য। জয়দেব কেন্দুলি মেলা যাওয়ার জন্য সরাসরি কোনো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস দেওয়া হয়নি। পুরুলিয়া, বাঁকুড়া থেকে দুর্গাপুর স্টেশন - মুচিপাড়া হয়ে জয়দেব মেলায় যাবে। এদিকে দুর্গাপুর বাস স্ট্যান্ডে তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জয়দেবের উদ্যেশ্যে যাওয়ার পূণ্যার্থীদের জন্য যে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে, তার দায়িত্বে থাকা তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা সঞ্জু সাহার বক্তব্য, দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে ৭০ টি বেসরকারি বাস দেওয়া হয়েছে জয়দেব মেলার উদ্দেশ্যে যাতায়াত করার জন্য। ৪০ টাকা ভাড়া, তবে কোনও সরকারি বাস দেওয়া হয়নি। প্রয়োজন হলে নেওয়া হবে। প্রতি বছর এই দিকে এক থেকে দেড় লক্ষ পূণ্যার্থী যাতায়াত করেন।
তবে জয়দেবের উদ্দেশ্যে যাওয়ার জন্য যেসব পূণ্যার্থী বাসের জন্য অপেক্ষা করছিলেন তাঁদের বক্তব্য , প্রচন্ড সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। সরকারি বাস থাকলে আরও সুবিধা হত। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের সদর দফতর যেখানে দুর্গাপুর, সেখানেই ব্রাত্য দুর্গাপুর থেকে জয়দেব কেন্দুলি মেলা যাওয়ার জন্য পূণ্যার্থীরা।