সঞ্জয় রাজবংশী: উত্সবের মাঝেই বড়সড় দুর্ঘটনা। কালনার পিঠেপুলি উৎসবে বিচিত্রা অনুষ্ঠান দেখতে গিয়ে ভিড়ের চাপে আহত বেশ কয়েকজন। উপচে পড়া ভিড় সামলাতে লাঠি নিয়ে তাড়া করে পুলিস। সেই ভিড়ের চাপেই আহত ৮ জন। তাঁদের ভর্তি করা হয়েছে কালনা মহকুমা হাসপাতালে।
কালনা তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের উদ্যোগে কয়েক দিন ধরেই চলছে পিঠেপুলি মেলা। রবিবার মেলায় মুম্বইয়ের এক সংগীত শিল্পীর অনুষ্ঠান ছিল। তা দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করেন। মাঠের ভিতরে ঢোকার জন্য শুরু হয় ঠেলাঠেলি। ভিড় সামলাতে পুলিসও লাঠি উঁচিয়ে আসে। ছোটা ছুটিতে কয়েকজন পড়ে গিয়ে আহত হন। তাদের মধ্যে বেশিরভাগই মহিলা।
এর আগের বারের পিঠে পুলি উৎসবেও ভিড়ের কারণে পুলিসকে লাঠিচার্জ করতে হয় এবং বেশ কয়েকজন ভিড়ে ঠেলাঠেলিতে আহত হয়। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। অনুষ্ঠান শেষে বিধায়ক দেবপ্রসাদ বাগ আহত দেখতে হসপিটাল যান।
তৃণমূল বিধায়ক বলেন, বারবার মাইকে প্রচার করা হচ্ছিল মাঠের ভেতর প্রবেশ না করার জন্য, গেটও বন্ধ করে দেওয়া হয়েছিল, বাইরের মানুষকে ঠেকানো যাচ্ছিল না, প্রচুর পরিমাণে মহিলাদের ভিড় ছিল, তাদের সরানো যাচ্ছিল না। মাঠের বাইরে ভিড়ে হুড়োহুড়িতে বেশ কিছু লোক আহত হয়েছে। কয়েকজনের পা ভেঙে গেছে। আনন্দ অনুষ্ঠানে এই ধরনের ঘটনা কাম্য নয়।