• 'জ্ঞান দিয়েছেন…আগে নিজের ঘর সামলান পরে প্রবচন' সিদ্দিকুল্লাকে খোঁচা শুভেন্দুর
    হিন্দুস্তান টাইমস | ১৩ জানুয়ারি ২০২৫
  • অশোকনগর বইমেলাতে গিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রসঙ্গে জবাব দিয়েছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সেই সঙ্গেই তিনি বলেছিলেন, 'বই পড়ুন বিবেকানন্দর সব দিকগুলো পরলে হিন্দু ধর্মে হিংসা থাকবে না, পরশ্রীকাতর হবে না। ' এদিকে মন্ত্রীর এই বক্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার পালটা তিনি মন্ত্রী সিদ্দিকুল্লাকে বিঁধলেন। 

    শুভেন্দু অধিকারী এক্স হ্য়ান্ডেলে লিখেছেন, গতকাল পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব অশোকনগরে সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে হিন্দুদের জ্ঞান দিয়েছেন !!!

    তা মন্ত্রী মশাই আগের নিজের ঘরে নজর দিন। উদাহরণ স্বরূপ রাম নবমীর শোভাযাত্রায় পাথর ছোঁড়া, সদ্য দুর্গাপুজো কালীপুজো তে বাধা দান, মূর্তি ভাঙচুর, কিংবা ওপার বাংলায় ঘটেচলা হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচার দেখার পরেও আপনার তরফ থেকে শান্তির বার্তা মেলেনি। আপনি হয় তো জানেন না হিন্দু সনাতনীরা হিংসায় বিশ্বাস করে না, শান্তির বার্তা আমরা শুধু দেশের মাটিতে নয় বিদেশেও ছড়িয়ে এসেছি। তাই আগের নিজের ঘর সামলান পরে আসবেন "প্রবচন" দিতে। লিখেছেন শুভেন্দু অধিকারী। 

    এরপর তিনি একদিকে সিদ্দিকুল্লার বক্তব্য়ের কিছুটা অংশ ও ওপার বাংলার এক মৌলবীর বক্তব্যকে তুলে ধরেছেন। সেখানে কী ধরনের ভারত বিরোধী উসকানি দেওয়া হচ্ছে সেকথা তুলে ধরেন তিনি। তবে সেই ভিডিয়োর সত্য়তা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। 

    অশোকনগরের বইমেলার উদ্বোধনে  এসে বাংলাদেশ প্রসঙ্গে, হিন্দু নির্যাতন প্রসঙ্গে মুখ খুলেছিলেন তিনি। 

    মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেছিলেন, 'বাইশ-শো কিলোমিটার বর্ডার। ১৬১৮ কিমি কাঁটাতার দেওয়া হয়ে গিয়েছে। যেটা হয়নি সেটা না বলে যেটা হয়েছে সেটা বলুক। আর একটা কথা হচ্ছে স্থল, জল, আকাশপথ সব কেন্দ্রীয় সরকারের হাতে। যদি কিছু হয় সেটা তাদের ব্যর্থতা। ওয়াচ টাওয়ার আছে, পাইলট গাড়ি আছে। জায়গায় জায়গায় ফোর্স আছে। পুরো ব্যর্থ কেন্দ্রীয় সরকার। বাংলাদেশে যদি সংখ্য়ালঘু হিন্দুভাই আক্রান্ত হয়ে থাকেন তা দুঃখের কথা। যতটা না হয়নি মিডিয়া তার থেকে দিল্লির তামাক খেয়ে বেশি দেখাচ্ছে। আমাদের সাথে তাদের ব্যবসা বাণিজ্যে লেনদেন মার খাচ্ছে।..এটা কি হওয়া উচিত। আলোচনা হওয়া দরকার। এতটা কিছু হয়নি যে ঘটনা আপনারা বলছেন। রোজ আমাদের কাছে খবর আসছে। ইসকনের পক্ষ থেকে যে প্রচার করা হচ্ছে সেটাও ভুল। দাবিটাও ভুল। ওদের সাথে আমাদের ঝগড়া বাঁধিয়ে দিয়ে কলকাতায় বাণিজ্য কোটি কোটি টাকার দুই দেশের। ক্ষতিটা কার হবে, দিল্লির হবে, গুজরাটের হবে! হবে তো বাঙালি সমাজের। '
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)