• ‘স্যালাইন পর্যন্ত দিলো না’, রোগীর মৃত্যুতে হাসপাতালের গাফিলতির অভিযোগ রায়গঞ্জে
    এই সময় | ১৩ জানুয়ারি ২০২৫
  • রোগী মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পরিবারের অভিযোগ, রোগীকে স্যালাইন দেওয়া হয়নি। রোগীর অবস্থা আশঙ্কাজনক হলেও, মেলেনি চিকিৎসা। সে কারণেই হিরণ্ময় মহন্ত (৫১) নামে ওই ব্যক্তির সোমবার মৃত্যু হয়েছে। যদিও স্যালাইনের অভাবের কথা মানতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

    কালিয়াগঞ্জের শান্তি কলোনি এলাকার বাসিন্দা ছিলেন হিরণ্ময় মহন্ত। মোটর বাইক মেরামতির কাজ কাজ করতেন তিনি। পরিবারের তরফে জানানো হয়, রবিবার রাতে হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। প্রথমে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে রেফার করেন রায়গঞ্জ হাসপাতালে।

    দেবরঞ্জন দাস নামে মৃতের এক আত্মীয়ের দাবি, রাতেই হিরণ্ময়কে হাসপাতালে ভর্তি করা হয়। খুবই কষ্ট পাচ্ছিলেন তিনি। কিন্তু হাসপাতালে স্যালাইন পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর। একই দাবি মৃতের ভাইয়ের স্ত্রী শম্পা মহন্তেরও।

    শম্পা জানান, কালিয়াগঞ্জ হাসপাতাল থেকে বলা হয়েছিল হার্ট অ্যাটাক হয়েছে, রায়গঞ্জ হাসপাতাল থেকেও তাই বলা হয়। অথচ একটা ইনজেকশন দিয়ে আর কিছুই করেনি বলে তাঁর অভিযোগ।

    শম্পা বলেন, ‘শুধু শরীরে অক্সিজেনের মাত্রা আর প্রেশার মাপা হয়। কোনও স্যালাইন দেওয়া হয়নি।’ স্যালাইন দেওয়া হলে হিরণ্ময় সুস্থ হয়ে যেতে পারতেন বলে মনে করছেন তাঁর আত্মীয়রা। পরিবারের অভিযোগ, স্যালাইনের অভাব ছিল, ছিলেন না ডাক্তারও।

    যদিও এমএসভিপি প্রিয়ঙ্কর রায়ের বক্তব্য, স্যালাইনের কোনও অভাব হাসপাতালে নেই। আর রোগী মৃত্যু নিয়ে অভিযোগ যদি কিছু থাকে, লিখিত কিছু জমা পড়লে খতিয়ে দেখা হবে। কিন্তু রোগীর পরিবার বারবারই স্যালাইনের অভাব নিয়ে অভিযোগ করেছেন। কারও কারও বক্তব্য, মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর পর ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস’-এর স্যালাইন নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তার কোনও প্রভাব কি অন্যান্য হাসপাতালগুলিতে পড়ছে?

    রিঙ্গার্স ল্যাকটেট শুধু প্রসূতিদের জন্যই নয়, মেডিসিন, সার্জারি বিভাগেও ব্যবহার করা হয়। রিঙ্গার্স ল্যাকটেটে থাকে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড ও ল্যাকটেটের মিশ্রণ। যা জলশূন্যতা, রক্তের ভলিউম কমে যাওয়া, ইলেকট্রোলাইটের ভারসাম্য ব্যাহত হওয়া বা ক্যালোরি বাড়ানোর কাজে লাগে।

    স্বাস্থ্যভবন সমস্ত সরকারি হাসপাতালকে ওই সংস্থার তৈরি করা নির্দিষ্ট ব্যাচ নম্বরের রিঙ্গার্স ল্যাকটেট-সহ মোট ১০ ধরনের ওষুধ অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে। রায়গঞ্জের এমএসভিপির দাবি, স্বাস্থ্যভবনের নির্দেশ মতো বিকল্প যা যা করার সব রকম চেষ্টা করা হয়েছে। স্যালাইনের কোনও অভাব নেই।

  • Link to this news (এই সময়)