বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়াই লক্ষ্য। উত্তর হাওড়ায় এ বার শুরু হল বিশুদ্ধ জল প্রকল্পের নতুন কাজ। প্রায় ৩০০ কোটি টাকার কাছাকাছি খরচ করে এই জল প্রকল্প হচ্ছে সালকিয়ায়। চলতি বছরের ডিসেম্বরেই এই কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। এই প্রকল্পের উপকার পাবেন উত্তর হাওড়া ও বালি বিধানসভা এলাকার মানুষ। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, রাজ্য সরকার টাকা দিচ্ছে, কাজ করছে কেএমডিএ। অনুমান, এই প্ল্যান্ট থেকে প্রতিদিন ২০ মিলিয়ন গ্যালন জল সরবরাহ করা যাবে।
হাওড়া পুর এলাকায় এখন পদ্মপুকুর জলপ্রকল্প থেকে জল সরবরাহ করা হয়। হাওড়া শহরে পানীয় জল সরবরাহ করে হাওড়া পুর কর্তৃপক্ষ। এ বার পদ্মপুকুরের সঙ্গে যুক্ত হবে সালকিয়ার জল প্রকল্পও। সালকিয়ার ঘুসুরি এলাকায় জলপ্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে। এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু হলে বালি, শিবপুর, উত্তর হাওড়া, মধ্য ও দক্ষিণ হাওড়ার বাসিন্দাদের জলের সমস্যা মিটবে।
উত্তর হাওড়া বিধানসভা এলাকা পদ্মপুকুর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে। ফলে এই সব এলাকায় জল আসতে আসতে জলের প্রেশার একেবারে তলানি ঠেকে। সালকিয়ায় জল প্রকল্প হয়ে গেলে সে সমস্যা মিটবে।
উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী জানান, সালকিয়া স্কুল রোডের ধারে গঙ্গা থেকে জল তোলা হবে। সেই জল নবনির্মিত বুস্টিং ও পাম্পিং স্টেশনে নিয়ে এসে পরিশ্রুত করে বিভিন্ন এলাকায় ওয়াটার ট্যাঙ্কে পাঠানো হবে। জটাধারী পার্ক, বামুনগাছি, ফকিরবাগান, জয়সওয়াল মোড় ও ফায়ার ব্রিগেড মোড়ে মোট পাঁচটি ট্যাঙ্ক তৈরি হচ্ছে। ইতিমধ্যে বামুনগাছিতে ট্যাঙ্ক তৈরির কাজও সম্পূর্ণ হয়েছে। বিভিন্ন এলাকায় বসছে পাইপ লাইন।