• পরপর পাঁচটি সিলিন্ডার বিস্ফোরণ!  সিকিমে ভয়াবহ অগ্নিকাণ্ড বহুতলে, কোটি টাকার ক্ষয়ক্ষতি ...
    আজকাল | ১৪ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সিকিমের গ্যাংটকের সিসা গোলাই এলাকায় ১০নং জাতীয় সড়কের পাশে একটি বহুতলে সোমবার দুপুর নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিমিষের মধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে পুরো বহুতলটিকে। ঘটনা জেরে এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল।

    স্থানীয় বাসিন্দারাই প্রথমে ওই বহুতল থেকে আগুন বেরোতে দেখেন। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগে। আশেপাশে ঘন জনবসতি থাকার কারণে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে স্থানীয়দের মধ্যে । এদিকে বহুতলটির বেশ কিছুটা অংশ কাঠের সামগ্রী দিয়ে তৈরি হওয়ায় মুহুর্তে আগুন ভয়ানক রূপ ধারণ করে। 

    শেষ পাওয়া খবর অনুযায়ী, বহুতলে থাকা পাঁচটি সিলিন্ডার পরপর বিস্ফোরণ ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গ্যাংটক দমকলের তিনটি ইঞ্জিন। পরে আরও দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে পাকইয়ং, সিংথাম ও নামচি থেকে আরও তিনটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় চার ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হলেও ঘটনার জেরে প্রায় কোটি টাকার জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
  • Link to this news (আজকাল)