• অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কাজল শেখ! কীসের ইঙ্গিত? ...
    আজকাল | ১৪ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার এক বিরল দৃশ্যের সাক্ষী থাকল লাল মাটির জেলা। দেখা গেল, দলীয় রাজনীতিতে পরস্পর বিরোধী বলে পরিচিত অনুব্রতর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন কাজল শেখ। আপাত দৃষ্টিতে এই ঘটনা সৌজন্যের, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে তা অন্য মাত্রা যোগ করে। প্রশ্ন হল যে, ফের কী তবে বীরভূমে তৃণমূলের সংগঠনিক রাশ হাতে নিচ্ছেন অনুব্রত মণ্ডল? 

    সোমবার ইলামবাজারের জয়দেবে মকর সংক্রান্তি উপলক্ষে উদ্বোধন হয় জয়দেব কেন্দুলী মেলার। সেই অনুষ্ঠানেই ছিলেন বীরভূমের জাল তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশীস ব্যানার্জি ও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।  অনুষ্ঠান শেষে অনুব্রত মঞ্চ ছাড়ার সময়ই দেখা যায়, তাঁকে পায়ে হাত দিয়ে প্রাণাম করছেন কাজল। 

    সৌজন্যের এই ঘটনা তেমন গুরুগম্ভীর না হলেও জেলা রাজনীতির প্রেক্ষাপটে অন্য ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে। কারণ, দীর্ঘ দিন জেলে ছিলেন অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল। ফলে দলীয় সূত্রে চাউর হয়, কেষ্টর গড়ে ধীরে ধীরে নিজের আধিপত্য বিস্তার করেছিল জেলা সভাধিপতি কাজল। কিন্তু বর্তমানে জামিনে মুক্ত অনু্রত। ফিরেছেন বীরভূমে। ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক কর্মসূচিও পালন করেছেন। তবে সেগুলিতে দেখা যায়নি কাজল শেখকে। পাল্টা গত নভেম্বরে কঙ্কালীতলা পঞ্চায়েত নিয়ে কাজল গোষ্ঠীর বৈঠকেও ছিলেন না অনুব্রত। এমনকি তাঁর অনুগামীরাও হাজির হননি। ইঙ্গিত মিলেছিল ফাটল চওড়া হওয়ার।

    এরপরই দলের রাশ নিজের হাতে রাখার বার্তা দিয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। জেলা রাজনীতিতে পোক্ত হচ্ছে কেষ্টর হাত। তারপরই সোমবারের অনুব্রত মণ্ডলকে প্রণাম করলেন কাজল শেখ। যা অনেক প্রশ্নের জবাব দিলেও দলীয় রাজনীতিতে কৌতুহল জারি রাখল।

     

     

     
  • Link to this news (আজকাল)