চারদিন বালি সেতুতে চলবে না ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের...
আজকাল | ১৪ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: একদিন, দু’দিন নয়। টানা চারদিন। বালি সেতু দিয়ে চলবে না কোনও ট্রেন। দক্ষিণেশ্বরে বালি ব্রিজ (বিবেকানন্দ সেতু)–এর গার্ডার পরিবর্তন এবং ব্যালাস্ট লাইন বসানোর কাজ চলবে। সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রেল। এর ফলে বাতিল থাকবে শিয়ালদহ–ডানকুনি লোকাল। বেশ কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে। কয়েকটি এক্সপ্রেস ট্রেনকে ঘুরপথে চালানো হবে।
সোমবার রেল জানিয়েছে, বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝে এই সেতুর উপর সম্পূর্ণ পাওয়ার ব্লক করে কাজ হবে। তার জেরে টানা ১০০ ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। আগামী ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত শিয়ালদহ–ডানকুনি শাখায় ট্রেন চলবে না। বাতিল করা হয়েছে ২২ জোড়া ডানকুনি লোকাল। এছাড়া বাতিলের তালিকায় রয়েছে কলকাতা–পাটনা গরিব রথ এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদহ–সিউড়ি এক্সপ্রেস, ডিব্রুগড়–কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ–জঙ্গিপুর রোড এক্সপ্রেস, শিয়ালদহ–আসানসোল ইন্টারসিটি, কলকাতা–বালুরঘাট এক্সপ্রেস ও কলকাতা–হলদিবাড়ি এক্সপ্রেস।
বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনকে ঘুরপথে চালানো হবে। ডানকুনির বদলে দমদম–নৈহাটি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে জম্মু–তাওয়াই এক্সপ্রেস, বিকানের দুরন্ত, অনন্যা এক্সপ্রেস, শিয়ালদহ–রাজধানী এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, শিয়ালদহ–আজমের এক্সপ্রেস, প্রতাপ এক্সপ্রেস।