• প্রভাতফেরি, সুসজ্জিত ট্যাবলোয় এসএনইউ-তে পালিত স্বামী বিবেকানন্দের জন্মদিন 
    আজকাল | ১৪ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বছরভর বিশেষদিনগুলিকে বিশেষভাবে পালন করে থাকে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। তার জন্য যেমন আয়োজন থাকে বহুদিনের, তেমনই অনুষ্ঠনের সুর ছড়িয়ে যায় বহু মানুষের মধ্যে। 

    স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন উপলক্ষে এক বর্ণাঢ্য প্রভাতফেরির আয়োজন করল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। ১২ জানুয়ারি নিউটাউনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে সকাল আটটায় শুরু হয় প্রভাতফেরি। প্রায় দু’ কিলোমিটার পরিক্রমার পর, তা শেষ হয় নিউটাউন বাস স্ট্যান্ডে। 

    প্রতিবছরই এই বিশেষদিনটিকে সামনে রেখে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করে এই বিশ্ববিদ্যালয়। এবছর যেহেতু অল ইন্ডিয়া ইউনিভার্সিটির বিশেষ অনুষ্ঠান চলছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে, সেই কারণে ওই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এবারের আয়োজন ছিল আরও বড় মাপের। রবিবারের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, রেজিস্ট্রার সুমন চ্যাটার্জি, বেলুড় মঠ ও মিশনের মহারাজ স্বামী বেদার্থনন্দ।

    এই বিশেষ দিনে আয়োজিত বর্ণাঢ্য প্রভাতফেরিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নৃত্য-গীতের সেই আয়োজনে স্বামীজি স্মরণ ছিল মনে রাখার মতো। 

    মোট ১৮টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রভাতফেরিতে অংশ নিয়েছিলেন। একাধিক ট্যাবলোয় স্বামীজির জীবনের বার্তা পৌঁছে দেওয়া হয় সাধারণ মানুষের কাছে। শুধু স্বামীজির আদর্শ ও জীবনকে উদযাপন নয়, একগুচ্ছ পড়ুয়া, অর্থাৎ যুবক-যুবতীদের কাছে এই প্রভাতফেরি ছিল নিজেদের প্রতিভা প্রদর্শনের জায়গাও।
  • Link to this news (আজকাল)