চার দিন বন্ধ শিয়ালদা-ডানকুনি লোকাল, ব্যাপক ভোগান্তির আশঙ্কা
আজ তক | ১৪ জানুয়ারি ২০২৫
Sealdah Dankuni Local Train Cancelled For 4 Days: ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি শিয়ালদহ থেকে ডানকুনি শাখায় ৪ দিন ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। পাওয়ার ব্লকের জন্যে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এতে যাত্রীদের ব্যাপক ভোগান্তির আশঙ্কা। প্রায় ১০০ ঘণ্টার মেগা ব্লক থাকবে। ফলে যাত্রীদের ভোগান্তির আশঙ্কা। এই লাইনে দিনে ২২টি লোকাল ট্রেন চলাচল করে। ট্রেন চলাচল বন্ধ রাখা হলে যাত্রীদের অসুবিধার মধ্যেই পড়তে হবে বলে মনে করা হচ্ছে। এই লাইনের এক্সপ্রেস ট্রেনগুলির যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
সোমবার শিয়ালদহের ডিআরএম সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝে ৯৫ বছরের পুরনো বালি ব্রিজের মেরামতির প্রয়োজন। সেতুর উপর সম্পূর্ণ পাওয়ার ব্লক করে কাজ চলবে। সেই কারণে টানা ১০০ ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
শুধু লোকাল ট্রেন নয়, বেশ কয়েকটি এক্সপ্রেসও বাতিল থাকবে ওই চার দিন। সেই তালিকায় রয়েছে কলকাতা-পটনা গরিবরথ, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস, ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি, কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস এবং কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস।
তবে ১৭ জোড়া এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন ডিআরএম। জম্মু-তাওয়াই এক্সপ্রেস, বিকানের দুরন্ত, অনন্যা এক্সপ্রেস, শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, শিয়ালদহ-অজমের এক্সপ্রেস, প্রতাপ এক্সপ্রেসের মতো ট্রেনের যাত্রাপথ ডানকুনির বদলে দমদম-নৈহাটি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
যাত্রীদের ক্ষোভ, এই লাইনে এমনিতেই খুব কম সংখ্যক ট্রেন রয়েছে। তার পাশাপাশি বেশিরভাগ ট্রেন দেরিতে চলে। তার পরেও ট্রেন চলাচল বন্ধ থাকলে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হবে।