• স্যালাইন কাণ্ড: সাংবাদিক বৈঠক মুখ্যসচিবের, সিআইডি তদন্তের নির্দেশ
    বর্তমান | ১৪ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, সোমবার সন্ধ্যায় স্যালাইন কাণ্ড নিয়ে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমও। এদিন মুখ্যসচিব বলেন, একটা ঘটনা মেদিনীপুর মেডিক্যাল কলেজে ঘটেছে। একজন প্রসূতি মারা গিয়েছেন। আরও চারজন অসুস্থ। তাঁরা ভর্তি রয়েছেন এসএসকেএম-এ। ঘটনায় ১৩ জনের বিশেষজ্ঞ দল তদন্ত করছে। তাঁরা মেদিনীপুর মেডিক্যাল কলেজে গিয়ে স্যালাইনের নমুনা, ওষুধ ইত্যাদি সংগ্রহ করে স্বাস্থ্য দপ্তরকে রিপোর্টও দিয়েছে। ইতিমধ্যেই তার রিপোর্ট জমা পড়েছে। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে কর্তব্যরত স্বাস্থ্য কর্মীদের গাফিলতি রয়েছে। আমরা এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটির পাশাপাশি তদন্ত করবে সিআইডি-ও। এই ঘটনায় যে বা যারা জড়িত রয়েছে অর্থাৎ তদন্তে যাদের নাম উঠে আসবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০জন সিনিয়র স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৈঠকও করেছেন। তিনি জানিয়েছেন, কোনওভাবেই এই ধরণের ঘটনা বরদাস্ত করা হবে না। পাশাপাশি মুখ্যসচিব বলেন, আগেও এই স্যালাইন ব্যবহার না করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল। গত ৭ তারিখও এ‌ই নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী ওই সংস্থাকে প্রোডাকশন বন্ধ রাখতেও বলা হয়েছিল। তারপর থেকে এই ব্যাচের আর কোনও স্যালাইন ওদের থেকে নেওয়া হয়নি বলেও দাবি করেছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, মৃতের পরিবারকেও সমস্তরকম সহযোগিতা করা হবে। তাঁদের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগও রাখা হচ্ছে। অন্যদিকে যে স্যালাইন আগেই নিষিদ্ধ করা হয়েছিল তা কীভাবে এতজন প্রসূতিকে দেওয়া হল তা নিয়ে উঠছে প্রশ্ন। যার উত্তর খুঁজতে মরিয়ে খোদ স্বাস্থ্য দপ্তরও। তবে একজন প্রসূতির মৃত্যু ও চারজনের গুরুতর অসুস্থতার ঘটনায় মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের দিকেই বারবার অভিযোগের আঙুল তুলেছেন রোগীদের পরিজনরা। অন্যদিকে, এই ঘটনায় আজ সোমবার জনস্বার্থ মামলা দায়েরের অনুমতিও দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী, বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে বলে সূত্রের খবর।
  • Link to this news (বর্তমান)