• সুন্দরবন মডেলেই জিনাতের ‘প্রেমিক’কে বন্দি করবে বনদপ্তর, পৌঁছলো টিম
    প্রতিদিন | ১৪ জানুয়ারি ২০২৫
  • সুমিত বিশ্বাস ও সুনীপা চক্রবর্তী: জিনাতের পুরুষসঙ্গীর মনস্তত্ত্ব বুঝে প্রেমিক বাঘকে বন্দি করতে সুন্দরবন মডেলের উপর ভরসা করছে অরণ্য ভবন। সেই মোতাবেক জিনাতকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা সুন্দরবনের সজনেখালি বিট অফিসার তথা শুটার মৃত্যুঞ্জয় বিশ্বাসের নেতৃত্বে ৫ জনের টিম পা রাখল জঙ্গলমহলে। সোমবার রাতে সুন্দরবনের ওই টিম ঝাড়গ্রামের বেলপাহাড়িতে পৌঁছয়। মঙ্গলবার থেকে সুন্দরবনের ধাঁচেই প্রেমিক বাঘকে বন্দি করার অভিযান শুরু করবে ওই দল। বাঘের মন বুঝেই কৌশল নেবেন তারা।

    রাজ্যের মুখ্য বনপাল (দক্ষিণ-পশ্চিম চক্র) বিদ্যুৎ সরকার বলেন, “জিনাতকে যারা কাবু করেছিলেন সেই সুন্দরবনের টিমকেই নিয়ে আসা হয়েছে। সুন্দরবনের ধাঁচেই বাঘবন্দি অভিযান হবে।” এদিকে ওই প্রেমিক বাঘ গত ২৪ ঘন্টায় ১৪ থেকে ১৬ কিমি ব্যাসার্ধ জুড়ে শুধু পুরুলিয়া, ঝাড়গ্রাম নয়। বাঁকুড়া ছুঁয়েও চড়কিপাক খায়। বনদপ্তর বাঁকুড়ার বিষয়টি স্বীকার করতে না চাইলেও যেভাবে পায়ের ছাপ মিলেছে তাতে কার্যত পরিষ্কার হয়ে গিয়েছে পুরুলিয়ার সীমানায় বাঁকুড়াও ছুঁয়েছে সে। অর্থাৎ বাংলাতে এসেও জিনাতের ফেলে যাওয়া পথেই চলছে তার পদচারণা।

    বনবিভাগ জানিয়েছে, রেডিও কলারহীন বাঘকে বাগে আনতে ভীষণই সমস্যা হচ্ছে। তাই তার পদচিহ্নকে সামনে রেখে ট্রেল বোঝার চেষ্টা করছেন বনকর্তারা। বাঘের রোডম্যাপ অনুযায়ী অভিযানের নীল নকশা সাজাবে সুন্দরবনের টিম। তার আগে অবশ্য এদিন ঝাড়গ্রামের বাঁশপাহাড়ি রেঞ্জে মোষের টোপ দেয় বনবিভাগ। কিন্তু তাতে ধরা দেয়নি জিনাতের পুরুষসঙ্গী। পুরুলিয়ার সীমানায় ঝাড়গ্রাম বনবিভাগের বাঁশপাহাড়ি রেঞ্জে যেখানে ওই রয়্যাল বেঙ্গল টাইগারের পদচিহ্ন মিলেছে সেখানেই ওই টোপ দেওয়া হয় বলে বনদপ্তর জানিয়েছে। এদিন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই তিন জেলায় ধানের জমি, মাঠ, ধুলোপথে দক্ষিণরায়ের অসংখ্য পদচিহ্ন মেলে।
  • Link to this news (প্রতিদিন)