বাঘবন্দির ২৪ ঘণ্টাও কাটেনি, ফের দক্ষিণরায়ের আগমনে আতঙ্কে মৈপীঠের গ্রাম!
প্রতিদিন | ১৪ জানুয়ারি ২০২৫
দেবব্রত মণ্ডল, বারুইপুর: গতকাল রাতেই খাঁচাবন্দি হয়েছিল মৈপীঠের রয়্যাল বেঙ্গল টাইগার। সেই কথা জানার পরেই স্বস্তি ফিরেছিল গ্রামে। এদিন ওই বাঘকে দূরের গভীর জঙ্গলে ছেড়েও দেওয়া হয়। বাঘ ধরার ঘটনার ২৪ ঘণ্টাও কাটল না। এবার বাঘের আতঙ্ক মৈপীঠেরই গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত এলাক গোড়েরচক এলাকায়। নদী পেরিয়ে বাঘ লোকালয়ের পাশের জঙ্গলে চলে এসেছে। সেই কথা জানাচ্ছেন এলাকার বাসিন্দারা।
গ্রামবাসীদের দাবি, ওই এলাকার গ্রামের পাশেই বাঘের উপস্থিতি টের পাওয়া গিয়েছে। গ্রামের একটি মৃত গবাদি পশুর দেহ লাগোয়া জঙ্গলে ফেলা হয়েছিল। স্থানীয় কয়েকজন পরে দেখতে পান, সেটিকে একটি বাঘ টেনে নিয়ে যাচ্ছে। আরও একটি বাঘ এলাকায় রয়েছে! সেই কথা দ্রুত চাউড় হতেই আতঙ্ক ছড়ায়।
আজমলমারি১ নম্বর জঙ্গল থেকে এই বাঘটি মাকরি নদী পেরিয়ে চলে এসেছে। প্রাথমিকভাবে সেই কথাই মনে করা হচ্ছে। দ্রুত বনদপ্তরের কাছে এই খবর যেতেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছন কর্মীরা। কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না বনকর্মীরা। বাঘটি কোন জায়গায় ঘাপটি মেরে রয়েছে, তাঁর প্রাথমিক ধারণাও করা হয়েছে। সেই হিসেবে জাল দিয়ে জঙ্গল ঘেরার কাজ শুরু করেছে বনদপ্তর।
রাতের বেলা লোকালয়ে বাঘ ঘোরাঘুরি করতে পারে। সেজন্য বাসিন্দাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। প্রয়োজনে এখানেও খাঁচা পাতা হতে পারে। সেই সম্ভাবনার কথাও জানাচ্ছেন বনকর্মীরা। গত সাতদিন ধরে মৈপীঠ এলাকায় বাঘের আতঙ্ক রয়েছে। নদী পেরিয়ে বাঘ বারবার লোকালয়ে চলে আসছে। আর তার জেরে ব্যাহত হচ্ছে স্থানীয়দের জীবনযাত্রা। কাঠ সংগ্রহ করতেও বাসিন্দারা বনের ভিতর যেতে পারছেন না।
গতকাল রাতে খাঁচায় ছাগলের টোপ দিয়ে বাঘবন্দি করা হয়েছিল মৈপীঠে। সেটির স্বাস্থ্যপরীক্ষা করা হয়। সোমবার বিকেলে নদীপথে নিয়ে গিয়ে বাঘটিকে ঢুলিভাসানির জঙ্গলে ছেড়ে দেয় বনদপ্তর।